Wellcome to National Portal
বাংলাদেশ শিল্পকলা একাডেমি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১২ অক্টোবর ২০১৮

‘উন্নয়ন ও সংস্কৃতি বিষয়ক লেকচার ওয়ার্কশপ’ অনুষ্ঠিত


প্রকাশন তারিখ : 2018-10-02

Development and cultureবাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে প্রথমবারেরমতো অনুষ্ঠিত হয়েছে ‘উন্নয়ন ও সংস্কৃতি বিষয়ক লেকচার ওয়ার্কশপ’। একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে আয়োজনটি শুরু হয় ২ অক্টোবর সকাল ১১টায়। এই আয়োজনের পরিকল্পনাকারী একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী সভাপতির বক্তব্যে বলেন, ‘ সংস্কৃতি ও উন্নয়ন একে অপরের পরিপূরক। সংস্কৃতির মূল কথা হলো সত্য, সুন্দর, কল্যান ও প্রগতি। শিল্প সংস্কৃতি ঋদ্ধ শৃজনশীল মানবিক বাংলাদেশ গড়তে উন্নয়নের সাথে সংস্কৃতির মেলবন্ধন প্রয়োজন। এইধরনের আয়োজনের মাধ্যমে আমরা নিজেরা যেমন সমৃদ্ধ হতে পারবো, তেমনি পরবর্তী প্রজন্মকে হাজার বছরের সমৃদ্ধ সংস্কৃতি উপহার দিতে সক্ষম হবো।’ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রীপরিষদ বিভাগের উপসচিব চৌধুরী মোয়াজ্জম আহমেদ। কর্মশালায় উপস্থিত ছিলেন একাডমির সচিব মো. বদরুল আনম ভূঁইয়া, বিভিন্ন বিভাগের পরিচালকগন ও কর্মকর্তাবৃন্দ।