Wellcome to National Portal
বাংলাদেশ শিল্পকলা একাডেমি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১০ মার্চ ২০১৯

উপমহাদেশের কিংবদন্তী চলচ্চিত্রকার মৃণাল সেন-এর স্মরণসভা অনুষ্ঠিত


প্রকাশন তারিখ : 2019-01-11

মৃণাল সেন-এর স্মরণসভা

বাংলাদেশ শিল্পকলা একাডেমি, ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ ও বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম এর উদ্যোগে কিংবদন্তী চলচ্চিত্রকার মৃনাল সেন-এর স্মরণসভা অনুষ্ঠিত হয়। ১১ জানুয়ারি বিকাল ৫:৩০টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সঙ্গীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে স্মরণ সভাটি অনুষ্ঠিত হয়।

৩০ ডিসেম্বর ৯৬ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন উপমহাদেশের কিংবদন্তী চলচ্চিত্রকার মৃণাল সেন। মৃণাল সেন ১৯২৩ সালের ১৪ মে বাংলাদেশের ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করেন। বিশ্ববরেণ্য চলচ্চিত্রকার মৃণাল সেনের প্রয়াণে বাংলাদেশের সর্বস্তরের মানুষ শোকাহত। মৃণাল সেন স্মরণে বাংলাদেশে স্মরণসভার আয়োজন করা হয়েছে। 

স্মরণ সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব ইন্ডিয়ার সভাপতি প্রেমেন্দু মজুমদার, নির্মাতা আকরাম খান, ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ এর সাধারণ সম্পাদক জাহিদুর রহিম, বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মামুনসহ গুনী নির্মাতা ও কলাকুশলীদে অনেকেই উপস্তিত ছিলেন।