২০২৪-১১-০৮, সন্ধ্যা ৬টায়
একাডেমির নন্দনমঞ্চে
বাংলাদেশ শিল্পকলা একাডেমি
বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে গণঅভ্যুত্থানের গান নিয়ে “আওয়াজ উড়া”
অনুষ্ঠিত হবে ৮ নভেম্বর ২০২৪, শুক্রবার, সন্ধ্যা ৬.০০টায়
ঐতিহাসিক জুলাই অভ্যুত্থান থেকে জন্ম নেওয়া দৃঢ়তা ও আশার চেতনা নিয়ে শ্রদ্ধা জানানো হবে জনগণের কণ্ঠস্বরকে, তারুণ্যের দীপ্ততাকে, আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের বৈচিত্র্যকে এবং সেই নতুন দিগন্তকে যার উপর আজ আমরা দাঁড়িয়ে আছি। জুলাই আন্দোলনকে কেন্দ্র করে যে সমস্ত গান, স্লোগান বা অন্যান্য কার্যক্রম অভ্যুত্থানকে বেগবান করেছে যা আন্দোলনকে প্রভাবিত করে। যার ফলে অনেক শিল্পী আইনগতভাবে নানান ঝুঁকির মুখে পড়েন। আইনি জটিলতা উপেক্ষা করেই গানের মধ্যমে সাধারণ জনতাকে একত্রিত করেছেন অনেকে। তারা অভ্যুত্থানের বার্তা দিয়ে ঐ প্রতিকূল মুহুর্তে যেভাবে মানুষকে উদ্বুদ্ধ করতে পেরেছেন এই বিজয়ে তাদের অবদান অনস্বীকার্য। সেই মুহুর্তগুলো বিবেচনায় সেই সময়ের প্রাসঙ্গিক গানগুলো নিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ৮ নভেম্বর ২০২৪ সন্ধ্যা ৬ টায় নন্দনমঞ্চে আয়োজন করতে যাচ্ছে গণঅভ্যুত্থানের গান ‘আওয়াজ উড়া’।
এই গণঅভ্যুত্থানের সবচেয়ে জনপ্রিয় গান ‘আওয়াজ উডা’ এর আলোকে বাংলাদেশ শিল্পকলা একাডেমি এই অনুষ্ঠানের প্রতিপাদ্য করেছে ‘আওয়াজ উড়া’। সেই সময় র্যাপার হান্নান হোসেন শিমুল এর ‘আওয়াজ উডা’ অর্থাৎ আওয়াজ ওঠার বিষয়টি এখন বিজয়ে পরিণত হয়েছে, সেকারণে ‘আওয়াজ উড়া’ এই প্রতিপাদ্যে গণঅভ্যুত্থানের বিজয়কে আরো ছড়িয়ে দিতে চায়, উদযাপন করতে চায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি। এই বিজয়ের বোধ, উপলদ্ধি, চিন্তা ও প্রবাহ সৃষ্টিকে অনুষ্ঠানের মাধ্যমে সকলকে জানান দিতে চায়। এ ক্ষেত্রে ‘আওয়াজ উডা’ গানটিকে ভিত্তি ধরেই আরো বড় পরিসরে মানুষকে জানান দেওয়ার জন্যই বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রতিপাদ্য করেছে ‘আওয়াজ উড়া’। ‘আওয়াজ উড়া’ তে র্যাপ সংগীত পরিবেশন করবেন র্যাপার হান্নান হোসেন শিমুল এবং তার দল, ব্যান্ডদল এফ মাইনর, যিন ব্রাদার্স, লুম্বিনী চাকমাসহ অনান্য শিল্পীরা।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের ব্যবস্থাপনায় ৮ নভেম্বর ২০২৪ (শুক্রবার) সন্ধ্যা ৬টায় একাডেমির নন্দনমঞ্চে অনুষ্ঠিত হবে গণঅভ্যুত্থানের গান। এই আয়োজনে সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ড. সৈয়দ জামিল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শামসী আরা জামান (বৈষম্য বিরোধী ছাত্র-জনতা আন্দোলনে শহীদ তাহীর জামান প্রিয়‘র মা)। অনুষ্ঠান উদ্বোধন করবেন মোহাম্মদ আশরাফুল (বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী ও শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত) এবং স্বাগত বক্তব্য প্রদান করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক মেহজাবীন রহমান।
আয়োজনে সাংস্কৃতিক পরিবেশনার শুরুতেই সমবেত সংগীত ‘চল চল চল’ পরিবেশন করবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির কণ্ঠশিল্পীরা। সমবেত সংগীত ‘আমরা করবো জয়’ ও ‘নীল নির্বাস’ পরিবেশন করবে ডেমোক্রেসি ক্লাউন। এরপর শিল্পী লুম্বিনী চাকমা ‘চকমা ভাষার গান’; ধর্মচন্দ্রা তঞ্চজ্ঞা সন্তোষ ‘তঞ্চজ্ঞা ভাষার গান’; ডিউক মুরমু ‘সাঁওতাল ভাষার গান’; সমাপন স্মাল ‘গারো ভাষার গান’ পরিবেশন করবেন। একক সংগীত পরিবেশন করবেন আহমেদ হাসান সানী এবং ব্যান্ড সংগীত ‘আদিবাসী গান’ পরিবেশন করবে এফ মাইনর। র্যাপ সংগীত পরিবেশন করবে যিন ব্রাদার্স এবং হান্নান হোসেন শিমুল ও তার দল। অনুষ্ঠানে সবশেষে সমবেত সংগীত ‘মোরা ঝঞ্জার মত’পরিবেশন করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির কণ্ঠশিল্পীবৃন্দ। ‘আওয়াজ উড়া’ সকলের জন্য উন্মুক্ত থাকবে।