Wellcome to National Portal
বাংলাদেশ শিল্পকলা একাডেমি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১১ ডিসেম্বর ২০২৪

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে সাপ্তাহিক বাহাস সিরিজ শুরু ‘নতুন বাংলাদেশ : পথ কোথায়?’


প্রকাশন তারিখ : 2024-12-11

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে

সাপ্তাহিক বাহাস সিরিজ শুরু

‘নতুন বাংলাদেশ : পথ কোথায়?’

 

 

১২ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার, সন্ধ্যা ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা সেমিনার হলে সাপ্তাহিক বাহাস সিরিজ ‘নতুন বাংলাদেশ : পথ কোথায়?’ এর পর্ব-১ শুরু হতে যাচ্ছে। এতে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ জাহিদুল হক; নিউ এইজ পত্রিকার সাব এডিটর আবু ইসমাইল মোহাম্মদ দানিয়েল; জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র ও মুসলিম নারী ভাস্কর সামান্থা শারমিন। এছাড়াও উপস্থিত থাকবেন জুলাই রেজুলেশনারী এলায়েন্স এর মুখপাত্র ফানতাসির মাহমুদ; রসিক এর সম্পাদক ভূইয়াঁ মোহাম্মদ আসাদুজ্জামান এবং কবি, গবেষক ও আলেম মুসা আল হাফিজ। বাহাস সিরিজ সঞ্চালনায় থাকবেন লেখক ও ফিল্মমেকার এবাদুর রহমান।

প্রেক্ষিত

বিপ্লব পরবর্তী বাংলাদেশের সম্ভাবনা ও নূতন কৃষ্টি হাসিল, নূতন ফয়সালার প্রান্তসীমা নির্ণয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে জারি হবে অংশীদারদের সাপ্তাহিক বাহাস। বাংলাদেশের চলমান ইতিহাসের ভ্যান গার্ডদের সংলাপে ও সংলিপ্ততায় কৃষ্টি ও রাজনীতি, নির্মাণ ও সৃষ্টি, বিপ্লব ও বিতর্কের মিলন বিন্দুতে, সর্বজনের আলোচনার জন্য উদ্যত হবে নূতন বাংলাদেশ; নূতন বাংলাদেশের কৃষ্টির ধারণা, পরিচয় ও পরিচয় সংক্রামিত সত্তাকে পরিচর্যা করার বিভিন্ন অভিমুখ। আমরা বুঝতে চাই পরিবর্তনের প্রত্যাশা, গণমানুষের আকাঙ্ক্ষা ও ভবিষ্যতের গণসংস্কৃতি। খতিয়ে দেখতে চাই গণজাগরণে অভ্যুত্থিত রূহ ও অন্তর্নিহিত বোধ এবং এই নূতন বুঝের আলোকে আমাদের অন্তর্ভুক্তিমূলক সমাজ ভাবনা, এই  শাপলা-শালুকের পলিটিকাল পদাবলী। চর্যাপদ নির্দিষ্ট গহণগম্ভীরা এই বাংলার ভবনদী, বহুমত, বহুপথ, মীমাংসা ও মিথস্ক্রিয়া, প্রশ্ন-প্রতিপ্রশ্ন-সম্পূরক প্রশ্ন ও ক্রিটিক্যাল ভাবনা ও কর্ম উদ্যোগের এলান নিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রকাশনা ও গবেষণা বিভাগের আয়োজনে প্রতি বৃস্পতিবার অনুষ্ঠিত হবে সাপ্তাহিক বহাস।