Wellcome to National Portal
বাংলাদেশ শিল্পকলা একাডেমি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২১st জানুয়ারি ২০২৫

বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং চীন দূতাবাসের যৌথ আয়োজনে আগামীকাল অনুষ্ঠিত হবে “হ্যাপি চাইনিজ নিউ ইয়ার ঝিজিয়াং উু অপেরা”


প্রকাশন তারিখ : 2025-01-21

বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং চীন দূতাবাসের যৌথ আয়োজনে

আগামীকাল অনুষ্ঠিত হবে

“হ্যাপি চাইনিজ নিউ ইয়ার ঝিজিয়াং উু অপেরা”

 

চীনা নতুন বর্ষ উদযাপন উপলক্ষে “স্প্রিং ফেস্টিভাল” বিস্তৃত পরিসরে উদযাপিত হয়ে থাকে। পুরাতন বছর থেকে বেরিয়ে নতুন বছরে পদার্পণের এই উৎসবের অন্যতম উপলক্ষ্য হলো পারিবারিক সম্প্রীতি বৃদ্ধি, বন্ধু ও আত্মীয়-স্বজনদের সাথে শুভেচ্ছা বিনিময় সম্প্রীতি বিনিময় করা। এ বছর ২০২৫ সালের নতুন বর্ষকে ‘ইয়ার অব দ্যা স্নেক’ হিসেবে ঘোষণা করেছে তারা। চীনা সংস্কৃতিতে ঐতিহ্যগতভাবে এই সর্পকে পরিবর্তন, জ্ঞান বৃদ্ধি এবং স্থায়িত্বের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়।

 

বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং চীনা দূতাবাসের যৌথ আয়োজনে আগামীকাল ২১ জানুয়ারি সন্ধ্যা ৭ টায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত হবে “হ্যাপি চাইনিজ নিউ ইয়ার ঝিজিয়াং উু অপেরা”।

 

বাংলাদেশ এবং চীনের বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্কের অংশ হিসেবে এই আয়োজন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক (সচিব পদমর্যাদা) ড. সৈয়দ জামিল আহমেদ। বক্তব্য প্রদান করবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মো: জসীম উদ্দিন; বাংলাদেশে নিযুক্ত চীনের মান্যবর রাষ্ট্রদূত ইয়াও য়েন এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সম্মানিত উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

 

আলোচনা পর্ব শেষে অনুষ্ঠিত হবে মনোজ্ঞ সঙ্গীত ও নৃত্য পরিবেশনা। শুরুতেই বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিবেশনায় অনুষ্ঠিত হবে মনিপুরী নৃত্য। সিলেটের ‘একাডেমি ফর মুনিপুরী কালচার এন্ড আর্টস’ এর ১০ মিনিটের এ নৃত্য প্রযোজনা উপস্থাপন করবেন শিল্পীরা। এরপর চীনের ‘ঝিজিয়াং উু অপেরা’র শিল্পীরা তাদের পরিবেশনা উপস্থাপন করবেন।