বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ‘২১ আগস্ট একটি বর্বরোচিত নিধনযজ্ঞ’ শীর্ষক আলোকচিত্র ও পাবলিক আর্ট প্রদর্শনী অনুষ্ঠিত হবে আগামিকাল
বাংলাদশে শিল্পকলা একাডেমির আয়োজনে আগামীকাল ‘বিভীষিকাময় ২১ আগস্ট’উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি হাতে নেয়া হয়েছে। চারুকলা বিভাগের ব্যবস্থাপনায় আগামিকাল ‘২১ আগস্ট একটি বর্বরোচিত নিধনযজ্ঞ’শীর্ষক আলোকচিত্র ও পাবলিক আর্ট প্রদর্শনী অনুষ্ঠিত হবে। ২১-২৩ আগস্ট ২০২৩ পর্যন্ত তিনদিনব্যাপী এ প্রদশর্নী একাডেমির নন্দনমঞ্চ সংলগ্ন উন্মুক্ত প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
২০০৪ সালের ২১ আগস্ট ইতিহাসের নৃশংসতম হত্যাযজ্ঞের দিন, সেই ভয়াল দিবস উপলক্ষে আগামিকাল ২১ আগস্ট ২০২৩ সোমবার বিকাল ৫.০০ টায় অনুষ্ঠানের উদ্বোধন করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব কে এম খালিদ এমপি এবং উদ্বোধক হিসেবে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বরেণ্য শিল্পী শাহাবুদ্দিন আহমেদ উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি হিসেবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব খলিল আহমদ উপস্থিত থাকবেন। বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী এর সভাপতিত্বে অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য প্রদান করবেন একাডেমির সচিব জনাব সালাহউদ্দিন আহাম্মদ এবং স্বাগত বক্তব্য রাখবেন একাডেমির চারুকলা বিভাগের পরিচালক শিল্পী সৈয়দা মাহবুবা করিম (মিনি করিম)।
এছাড়া ২০০৪ সালের সেই হামলার ভয়াল দিনে আলোকচিত্রী হিসেবে যারা ছিলেন, সেই ছবির প্রদর্শনী ও ওই দিনের অনুভূতি প্রকাশ করবেন আলোকচিত্র সাংবাদিক জনাব মীর ফরিদ ও পাবলিক আর্ট প্রদর্শনীর উপর কিউরেটর শিল্পী অভিজিৎ চৌধুরী।
এছাড়া ২১ আগস্ট গ্রেনেড হামলার ভয়াবহতার ভেতর জীবন বাজি রেখে সরাসরি ছবি তুলেছেন এবং এই প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন সে সকল আলোকচিত্র সাংবাদিকগণ হলেন-জনাব মীর ফরিদ, জনাব হাবিবুর রহমান, জনাব জিয়া ইসলাম, জনাব রিয়াজ আহমেদ সুমন ও শেখ হাসান। বিভীষিকাময় সেই ২১ আগস্টের গ্রেনেড হামলার ভয়াবহ ত্র শিল্পকমের মাধ্যমে তুলে ধরতে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ২০১৬ সাল থেকে প্রতি বছর স্থাপনাশিল্প, আলোকচিত্র, পারফরমেন্স আর্ট ও পাবলিক আর্ট প্রর্দশনী আয়োজন করে আসছে।
প্রর্দশনী ব্যবস্থাপনায় রয়েছেন খন্দকার রেজাউল হাশেম, উপপরিচালক, চারুকলা বিভাগ; সমন্বয়কারী জনাব মো. মাহাবুবুর রহমান (সুজন), সহকারী পরিচালক (অনুষ্ঠান ও প্রদর্শনী), চারুকলা বিভাগ। প্রর্দশনী ২১-২৩ আগস্ট ২০২১ পর্যন্ত প্রতদিনি সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত সকলরে জন্য উন্মুক্ত থাকবে।
অনুষ্ঠানসূচি: ২১ আগস্ট ২০২৩:
উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে বিকাল ০৫:০০ মি. টায়। আমন্ত্রিত অতিথিবৃন্দের আসন গ্রহণের পর ২১ আগস্ট ভয়াবহ হামলার স্মরণে শোকাবহ বাঁশির সূর পরিবেশন করবেন একাডেমির যন্ত্রশিল্পী মনিরুজ্জামান মিয়া। আলোচনা পবের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য উপস্থাপন করবেন সৈয়দা মাহবুবা করিম পরিচালক, চারুকলা বিভাগ, বাংলাদেশ শিল্পকলা একাডেমি। এরপর ২১ আগস্ট গ্রেনেড হামলার ভয়াবহতার ভেতর জীবন বাজি রেখে সরাসরি ছবি তুলেছেন যে সকল আলোকচিত্র সাংবাদিকগণ, তাদের মধ্যে থেকে অনুভূতি প্রকাশ করবেন জনাব মীর ফরিদ, আলোকচিত্র সাংবাদিক । এরপর ২১ আগস্ট গ্রেনেড হামলাকে উপজীব্য করে নির্মিত পাবলিক আর্ট প্রদর্শনীর উপর বক্তব্য প্রদান করবেন কিউরেটর ও শিল্পী অভিজিৎ চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য প্রদান করবেন জনাব খলিল আহমদ, সচিব, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। প্রধান অতিথির বক্তব্য প্রদান করবেন জনাব কে এম খালিদ এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। বিকেল ৫.৩০ মিনিটে প্রদর্শনীর উদ্বোধন ঘোষণা ও বক্তব্য প্রদান করবেন বিশ্ববরেণ্য চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদ। সবশেষে সভাপতির বক্তব্য প্রদান করবেন জনাব লিয়াকত আলী লাকী মহাপরিচালক, বাংলাদেশ শিল্পকলা একাডেমি। ধন্যবাদ জ্ঞাপন করবেন জনাব সালাহউদ্দিন আহাম্মদ সচিব, বাংলাদেশ শিল্পকলা একাডেমি । আলোচনা অনুষ্ঠান শেষে সম্মানিত অতিথিবৃন্দ নন্দনমঞ্চ সংলগ্ন ‘২১ আগস্ট একটি বর্বরোচিত নিধনযজ্ঞ’ শীর্ষক আলোকচিত্র ও পাবলিক আর্ট প্রদর্শনী পরিদর্শন করবেন।