Wellcome to National Portal
বাংলাদেশ শিল্পকলা একাডেমি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৮ ডিসেম্বর ২০২৪

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে বিজয়ের মাসে বরগুনায় শুরু হলো ৭ দিনব্যাপী যাত্রা উৎসব ২০২৪


প্রকাশন তারিখ : 2024-12-18

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে

বিজয়ের মাসে বরগুনায় শুরু হলো ৭ দিনব্যাপী যাত্রা উৎসব ২০২৪

 

বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের আয়োজনে এবং বরগুনা জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় বিজয়ের মাসে শুরু হলো ৭ দিনব্যাপী যাত্রা উৎসব ২০২৪। আজ ১৭ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার বরগুনার বিসিক শিল্পনগরীতে এই যাত্রা উৎসব শুরু হয়। বিপ্লবোত্তর নতুন বাংলাদেশে শিল্পসংস্কৃতির কার্যক্রম বেগবান করতে এবং সমগ্র দেশে তা বিস্তৃতি ঘটাতে বাংলাদেশ শিল্পকলা একাডেমি কর্তৃক নিবন্ধকৃত যাত্রাদলের বাছাইকৃত যাত্রাপালা এই উৎসবে পরিবেশিত হবে। আজ উৎসবের উদ্বোধনী দিনে পরিবেশিত হয়েছে যাত্রাপালা‍ ‘শাহী তলোয়ার’। যাত্রাদল মহাশক্তি নাট্য সংস্থা’র পালার পরিচালনায় এবং পালাকার ছিলেন পঙ্কজ কান্তি মন্ডল।  

                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                     

আগামীকাল ১৮ ডিসেম্বর ২০২৪

পরিবেশিত হবে যাত্রাপালা ‘নবাব সিরাজ উদদৌলা’। যাত্রাদলের নাম- দি মুন যাত্রা ইউনিট, পালাকার- শচীন্দ্রনাথ সেন গুপ্ত, পরিচালনায়- হাবিবুর রহমান খোকন।

 

১৯ ডিসেম্বর ২০২৪

পরিবেশিত হবে যাত্রাপালা ‘দেবী সুলতানা’। যাত্রাদলের নাম- শিব শক্তি নাট্য সংস্থা, পালাকার- ভৈরবনাথ গঙ্গোপাধ্যায়, পরিচালনায়- উজ্জ্বল কুমার ব্যাপারী।

 

২০ ডিসেম্বর ২০২৪

পরিবেশিত হবে যাত্রাপালা ‘আঁধারের মুসাফির’। যাত্রাদলের নাম- গ্রাম বাংলা অপেরা, পালাকার- ব্রজেন্দ্রকুমার দে, পরিচালনায়- চিত্র রঞ্জন মিস্ত্রী।

 

২১ ডিসেম্বর ২০২৪

পরিবেশিত হবে যাত্রাপালা ‘আপন দুলাল’। যাত্রাদলের নাম- আদি রুপাঞ্জলি অপেরা, পালাকার- শামছুল হক, পরিচালনায়- মনোয়ার খান।

 

২২ ডিসেম্বর ২০২৪

পরিবেশিত হবে যাত্রাপালা ‘শুনাইবিবি’। যাত্রাদলের নাম- পায়রা যাত্রা ইউনিট, পালাকার- আবুল কালাম, পরিচালনায়- মোঃ নজরুল মাতব্বর।

 

২৩ ডিসেম্বর ২০২৪

পরিবেশিত হবে যাত্রাপালা ‘এজিদ বধ জয়নাল উদ্ধার’। যাত্রাদলের নাম-  রেবা অপেরা, পালাকার- মাস্টার সেকেন্দার আলী, পরিচালনায়: মনোয়ার খান।