Wellcome to National Portal
বাংলাদেশ শিল্পকলা একাডেমি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৫ ডিসেম্বর ২০২৪

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে শেষ হলো ৫ দিনব্যাপী নকশিকাঁথা তৈরী কর্মশালা


প্রকাশন তারিখ : 2024-12-15

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে শেষ হলো

৫ দিনব্যাপী নকশিকাঁথা তৈরী কর্মশালা

 

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে শেষ হলো ৫ দিনব্যাপী নকশি কাঁথা তৈরি কর্মশালা। আজ ১২ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ বিভাগের এ আয়োজনে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ড. সৈয়দ জামিল আহমেদ। কর্মশালায় অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের সাথে কুশল বিনিময় এবং সবার সুচিকর্ম ঘুরে দেখেন তিনি।

 

বাংলা সংস্কৃতির আদিতম শিল্প মাধ্যম হিসেবে সুচিশিল্পে পরিচিত নকশিকাঁথা। এর মাধ্যম বা বিষয় হিসেবে নঁকশিকাথার মাধ্যমে জুলাই বিপ্লবের গ্রাফিতি চিত্রগুলো সংরক্ষণের জন্য  এই কর্মশালা আয়োজন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। গত ৮- ১২ ডিসেম্বর পর্যন্ত ৫ দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়েছে চারুকলা বিভাগের ৬ নং গ্যালারীতে। কর্মশালায় ঢাকা ও এর আশেপাশের বিভিন্ন স্থান থেকে ৩৩ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।

 

সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ বিভাগের পরিচালক এ এফ এম নুরুর রহমান; কোর্স কো-অর্ডিনেটর বেগম কামরুন নাহার; প্রশিক্ষক প্রখ্যাত নকশীকাঁথা সূচিশিল্পী বেগম হোসনে আরা; সহকারী প্রশিক্ষক বেগম আসমা এবং বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। সংগৃহীত সুচিকর্মগুলো নিয়ে পরবর্তীতে প্রদর্শনীর আয়োজন করা হবে।