বাংলাদেশ শিল্পকলা একাডেমির নবগঠিত পরিষদের 1ম সভা অনুষ্ঠিত
বাংলাদেশ শিল্পকলা একাডেমির ৩ বছর মেয়াদে নবগঠিত পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৮ ডিসেম্বর ২০২৪, সকাল ১০টায় জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ সদস্য বিশিষ্ট পরিষদ কমিটির সংখ্যাগরিষ্ঠ সদস্যদের উপস্থিতিতে ১৭ টি আলোচ্যসূচি নিয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আলোচ্যসূচির মধ্যে- বাংলাদেশ শিল্পকলা একাডেমি পরিষদের ১২৪তম সভার কার্যবিবরণীর অনুমোদন; বিগত সভায় গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন অগ্রগতি; বাংলাদেশ শিল্পকলা একাডেমির আইন সংশোধন বিষয়ক আলোচনা; একাডেমির প্রবিধানমালা সংশোধন বিষয়ক আলোচনা, জেলা ও উপজেলা শিল্পকলা একাডেমির গঠনতন্ত্র বাতিল করে এ সংক্রান্ত পরিচালনা নীতিমালা প্রণয়ন প্রসঙ্গে আলোচনা; একাডেমির বিভিন্ন ভবনসমূহে স্থাপিত মিলনায়তনের নামকরণের বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
এছাড়া বাংলাদেশ শিল্পকলা একাডেমির বিভিন্ন সভা/সেমিনার/প্রশিক্ষণ/উৎসব/সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারী আলোচক/ সভাপতি/প্রশিক্ষক/প্রশিক্ষণার্থী/শিল্পী সম্মানী বৃদ্ধি সংক্রান্ত আলোচনা, যৌথ প্রযোজনায় অনুষ্ঠান বা কর্মশালা আয়োজনের নীতিমালা ২০২৪, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক-এর বই পুনর্মুদ্রণ ও দেশব্যাপী আতশি আরশি কর্মকাণ্ড চালু করা, বাংলাদেশ শিল্পকলা একাডেমির আওতাধীন রাজবাড়ি অ্যাক্রোবেটিক প্রশিক্ষণ কেন্দ্রের তিন ক্যাটাগরি ৫০টি অ্যাক্রোবেটিক নতুন পদ সৃজন এবং অ্যাক্রোবেটিক শিল্পী সম্মানী বৃদ্ধি বিষয়ে আলোচনা এবং সিদ্ধান্ত গৃহীত হয়েছে। জাতীয় কমিটির সিদ্ধান্তের আলোকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির বিয়েনাল সেল গঠন, কর্মী নিয়োগ ও সম্মানী, কিউরেটর নিয়োগ ইত্যাদি কার্যক্রম প্রসঙ্গে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এস এম সুলতান স্মৃতি সংগ্রহশালা, জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন ভাড়া পূন:নির্ধারণ, “ভাষা সৈনিক গাজীউল হক” পুরস্কারের (টিডিআর) ফাণ্ডসহ একাডেমির বিভিন্ন শিল্পীসহ অনান্যদের নিকট পরিশোধিত অর্থ বিকাশের মাধ্যমে বিতরণের প্রস্তাবনা বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
আলোচ্যসূচীগুলোর প্রেক্ষিতে উপস্থিত পরিষদ সদস্যদের আলোচনা ও সিদ্ধান্তে ১০ টি কমিটি ও উপকমিটি গঠিত হয়েছে। কমিটিগুলো নির্ধারিত বিষয়ে যাচাই-বাছাই করে পরিষদ সভায় উপস্থাপন করবে। বিষয়গুলোর মধ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির চাকুরি প্রবিধানমালার খসড়া যাচাই, একাডেমির বিভিন্ন সভা/সেমিনার/প্রশিক্ষণ/ উৎসব/সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারী আলোচক/সভাপতি/ প্রশিক্ষক/প্রশিক্ষণার্থী/শিল্পী সম্মানী বৃদ্ধি সংক্রান্ত, অ্যাক্রোবেটিক প্রশিক্ষণ কেন্দ্রের শিল্পী সম্মানী বৃদ্ধি, যৌথ প্রযোজনায় অনুষ্ঠান বা কর্মশালা আয়োজনের নীতিমালা প্রনয়ণ, একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিষয়ে শিল্পীদের শ্রেণিভুক্তিকরণ, চারুকলা সংক্রান্ত বিষয়ে মতামত যাচাই, একাডেমির গবেষণা ও প্রকাশনা বিষয়ে কমিটি এবং একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিষয়ে শিল্পীদের শ্রেণিভুক্তিকরণের জন্য ভিন্ন ভিন্ন সদস্য বিশিষ্ট কমিটি ও উপকমিটি গঠন করা হয়েছে।