চট্টগ্রামে মাসব্যাপী ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স চালু
চলবে ১০ জানুয়ারি পর্যন্ত
বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের আয়োজনে এবং চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় ৮ ডিসেম্বর ২০২৪ বিকাল ৪টায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ ভবনে উদ্বোধন করা হয় ‘ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স 2024’ এর। মাসব্যাপী ফিল্ম এপ্রিসিয়েশন কোর্স এর উদ্বোধন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ড. সৈয়দ জামিল আহমেদ। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোর্স পরিচালক জহিরুল ইসলাম কচি; কোর্সের প্রশিক্ষক শৈবাল চৌধুরী ও সৈকত দে। জেলা কালচারাল অফিসার চট্টগ্রাম মো: মোসলেম উদ্দিন-এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য প্রদান করেন কোর্স সমন্বয়ক মো: ইকরামুল ইসলাম।
১৩ ডিসেম্বর ২০২৪ থেকে ১০ জানুয়ারি ২০২৫ তারিখ প্র্রতি শুক্রবার ও শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ১৪ জন প্রশিক্ষক ২০টি ক্লাস নেবেন। কোর্সের বিষয়সমূহ হলো চলচ্চিত্রের নন্দনতত্ত্ব, চলচিত্রের ইতিহাস, ক্যামেরার শৈল্পিক ব্যাবহার, সম্পাদনা ও ছন্দ, চলচ্চিত্রে শব্দ ও সংগীত, পরিচালকের বিশ্ববীক্ষা ও নন্দন ভাবনা, পরিচালকের স্বপ্ন ও প্রয়োগ, প্রামাণ্যচিত্রের তত্ত্ব ও প্রয়োগ, বৈশ্বিক চলচ্চিত্র আন্দোলন এবং নান্দনিকতার বৈচিত্র্য, চলচ্চিত্রের ভাষা, চলচ্চিত্র বিশ্লেষণ ও সমালোচনা, পরিচালকের সংগে আলাপ, নতুন প্রযুক্তি ও চলচ্চিত্রের ভবিষ্যত। বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক ফয়েজ জহির-এর সার্বিক তত্ত্বাবধানে এবং কোর্স পরিচালক জহিরুল ইসলাম কচি-এর পরিচালনায় প্রশিক্ষক হিসেবে থাকবেন মঈনুদ্দীন খালেদ, এন রাশেদ চৌধুরী, জহিরুল ইসলাম, হুমায়রা বিলকিস, নাহিদ মাসুদ, ওয়াহিদ তারেক, রফিকুল আনোয়ার রাসেল, কাশেফ শাহবাজি, কিসলু গোলাম হায়দার, সৈকত দে, শৈবাল চৌধুরী, চৈতালী সমাদ্দার, বিধান রিবেরু, সাদিয়া খালিদ ঋতি, রাজিবুল হোসেন।