বিশ্ব সংগীত দিবসে শিল্পীদের মিলনমেলা
বিশ্ব সংগীত দিবস ২০১৯ উপলক্ষে ২১ জুন বিকেল ৪টা থেকে একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজন করেছে বর্ণাঢ্য অনুষ্ঠানমালা। শুরুতে একাডেমি থেকে সেগুনবাগিচা হয়ে শোভাযাত্রা জাতীয় চিত্রশালায় শেষ হয়। এরপর চিত্রশালার লবিতে একাডেমির সংগীত শিল্পীদের অর্কেস্ট্রা পরিবেশিত হয়। একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী’র সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। আলোচনার আগে শিল্পী ফুয়াদ নাসের বাবু এর পরিচালনায় বাংলাদেশ মিউজিশিয়ানস ফাউন্ডেশন সমবেত যন্ত্রসংগীত পরিবেশন করে। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন মাশকূর-এ-সাত্তার কল্লোল ও তামান্না তিথি।