মহান বিজয় দিবসে বাংলাদেশ শিল্পকলা একাডেমির দিনব্যাপী আয়োজন
নন্দনমঞ্চে বিজয়ের অনুষ্ঠান ও
শিল্পকর্ম প্রদর্শনীর উদ্বোধন করবেন মাননীয় সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী
১৬ই ডিসেম্বর ২০২৪ মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির দিনব্যাপী নানা অনুষ্ঠান ও কর্মসূচি রয়েছে। দিনের আয়োজন শুরু হবে সকাল ১০ টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে।
সন্ধ্যায় সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের আায়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং চারুকলা বিভাগের ব্যবস্থাপনায় ‘২০২৪: ঐ নূতনের কেতন ওড়ে’ মাসব্যাপী পোস্টার, পেইন্টিং, আলোকচিত্র, ভিডিওচিত্র, কার্টুন প্রদর্শনীর উদ্বোধন করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
নতুন বাংলাদেশে বহুত্ববাদী ও জনমুখী রাজনৈতিক-সংস্কৃতিক বিকাশ ও বোঝাপড়া বৃদ্ধির স্বার্থে ডিসেম্বর ২০২৪-এ মাসব্যপী জনতার জাগরণ কেন্দ্রীক অনুষ্ঠানমালার অংশ হিসেবে “২০২৪: ঐ নূতনের কেতন ওড়ে” প্রদর্শনী আয়োজনের উদ্যোগ নেয়া হয়েছে।
সাংস্কৃতিক অনুষ্ঠান
বিজয় দিবস ২০২৪ উপলক্ষ্যে দেশপ্রেম এবং স্বাধীনতার ইতিহাসকে সম্মান জানাতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্য এবং আবৃত্তি বিভাগের আয়োজনে সন্ধ্যা ৬ টায় নন্দনমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ড. সৈয়দ জামিল আহমেদ। স্বাগত বক্তব্য প্রদান করবেন সংগীত ও নৃত্য আবৃত্তি বিভাগের পরিচালক মেহজাবীন রহমান।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির যন্ত্রশিল্পীবৃন্দের সমবেত যন্ত্রসংগীত ‘দেশের গান’ পরিবেশনার মধ্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে। সংগীত পরিচালনায় থাকবেন ফাহাল হোসাইন অন্তু। এরপর সমবেত সংগীত ‘ও আলোর পথযাত্রী’ এবং ম্যাশআপ (‘সবকটা জানালা’, ‘একবার যেতে দি না’, ‘বিপ্লবের রক্তে রাঙা’, ‘একতারা লাগে না আমার’ এবং ‘ও আমার দেশের মাটি’) পরিবেশন করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির কন্ঠশিল্পীবৃন্দ; একক আবৃত্তি ‘ছবি’ (আবু হেনা মোস্তফা কামাল) করবেন মাহিদুল ইসলাম মাহি। তারপর সমবেত নৃত্য ‘দাম দিয়ে কিনেছি বাংলা’ পরিবেশন করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির নৃত্যশিল্পীবৃন্দ, নৃত্য পরিচালনায় থাকবেন লায়লা ইয়াসমিন লাবণ্য এবং কণ্ঠে দিয়েছেন রোখসানা আক্তার রূপসা; একক সংগীত ‘যে মাটির বুকে’ ও ‘মাগো ভাবনা কেন’ পরিবেশন করবেন পিয়াল হাসান। সমবেত নৃত্য পরিবেশন করবে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা এবং ‘এসো বাংলাদেশের যত বীর জনতা’ ও ‘মোরা ঝঞ্জার মত উদ্দাম’ পরিবেশন করবে বাংলাদেশ নৃত্যশিল্পী ফাউন্ডেশন। একক সংগীত পরিবেশন করবেন ফেরদৌস আরা; সমবেত নৃত্য ‘বিপ্লবী জনতা’ পরিবেশন করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির নৃত্যশিল্পীবৃন্দ, পরিচালনায় থাকবেন ইমন আহমেদ, সহযোগী নৃত্য পরিচালক হিসেবে থাকবেন জাহিদুল ইসলাম সানি, গীতিকার- কফিল উদ্দিন মাহমুদ, সুরকার- ফাহাল হোসাইন অন্তু, কন্ঠ- বাংলাদেশ শিল্পকলা একাডেমির কন্ঠশিল্পীবৃন্দ, যন্ত্রসংগীত- বাংলাদেশ শিল্পকলা একাডেমির যন্ত্রশিল্পীবৃন্দ। একক আবৃত্তি করবেন দি রেইন। সবশেষে ব্যান্ড সংগীত ‘অন্য সময়’, ‘পথ চলা’, ‘স্বাধীনতা মেডলি’, ‘ধুসর সময়’ এবং ‘দুঃখ বিলাস’ পরিবেশন করবেন ‘আর্টসেল’ এবং ব্যান্ড সংগীত ‘ফেরা’, ‘সময় গেলে সাধন হবে না’, অপার হয়ে বসে আছি’, ‘জাত গেল’, ‘গুরুর চরণ’ এবং ‘পাগল’ পরিবেশন করবেন ব্যান্ডদল ‘লালন’ ।
‘২০২৪: ঐ নূতনের কেতন ওড়ে’ শিল্পকর্ম প্রদর্শনীর উদ্বোধন
সন্ধ্যা ৭ টায় জাতীয় চিত্রশালা মিলনায়তনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের ব্যবস্থাপনায় ‘২০২৪: ঐ নূতনের কেতন ওড়ে’ মাসব্যাপী পোস্টার, পেইন্টিং, আলোকচিত্র, ভিডিওচিত্র, কার্টুন প্রদর্শনীর উদ্বোধন করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। মূলত ছাত্র-জনতার অভ্যুত্থান ও স্বৈরাচার পতনের পর দেয়াললিখন ও দেয়ালচিত্রের আন্দোলনসহ, আলোকচিত্রে আন্দোলনের প্রামাণ্য দলিল তুলে ধরে বহুমাত্রিক একটি আর্কাইভ গড়ে তোলার প্রাথমিক প্রয়াস হিসেবে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।