লোকনাট্য উৎসব আয়োজনের মধ্য দিয়ে
বাংলাদেশ শিল্পকলা একাডেমির নতুন বছরের কর্মসূচি শুরু
বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে জানুয়ারি ২০২৫-এ মাসজুড়ে চলবে ‘তারুণ্যের উৎসব’। সারাদেশে জেলা, বিভাগ এবং কেন্দ্রীয় পর্যায়ে নানান কর্মসূচী পালিত হবে। 01 জানুয়ারি থেকে ৩ দিনব্যাপী লোকনাট্য উৎসব আয়োজনের মধ্য দিয়ে মাসব্যাপী এই কর্মসূচি শুর হয়েছে।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের আয়োজনে এবং সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় 01 জানুয়ারি 2025, শনিবার সিরাজগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে 3 দিনব্যাপী ‘লোকনাট্য সমারোহ’ আয়োজন করা হয়। লোকনাট্য উৎসবের উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গনপতি রায়। স্বাগত বক্তব্য প্রদান করেন জেলা কালচারাল অফিসার, সিরাজগঞ্জ মো. এরশাদ হাসান।
উদ্বোধনী দিনে রাজশাহী অঞ্চলের ঐতিহ্যবাহী ‘গম্ভীরা’ পরিবেশন করে ‘বাঁচার আশা গম্ভীরা দল’ রাজশাহী এবং ‘মাদার পীরের গান’ পরিবেশন করে ‘পঞ্চতারা মাদার পীরের দল’ রাজশাহী। ০৩ জানুয়ারি ২০২৫ পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৫.৪৫ মিনিট থেকে লোকনাট্য উৎসব চলবে।
উৎসবের দ্বিতীয় দিন 02 জানুয়ারি 2025, বৃহস্পতিবার ‘আলকাপ’ পরিবেশন করে রাজশাহীর শিল্পীবৃন্দ এবং ‘কবি গান’ পরিবেশন করে সিরাজগঞ্জ-এর শিল্পীবৃন্দ। উৎসবের সমাপনী দিন 0৩ জানুয়ারি 2025, শুক্রবার ‘আঞ্চলিক গীত’ পরিবেশন করবে রাজশাহীর শিল্পীবৃন্দ এবং ‘ভাসানযাত্রা’ পরিবেশন করবে বগুড়ার শিল্পীবৃন্দ।
আগামী 03-05 জানুয়ারি 2025 তারিখে নীলফামারী এবং 04-06 জানুয়ারি 2025 তারিখে ঝিনাইদহ ও চাপাইনবাবগঞ্জে 3 দিনব্যাপী ‘লোকনাট্য উৎসব’ আয়োজিত হবে।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির ক্ষুদ্র নৃগোষ্ঠী সেল-এর ব্যবস্থাপনায় আগামী 04 জানুয়ারি 2025 তারিখ বেলা 2:30 টায় নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বগাউড়ায় হাজং সম্প্রদায়ের ঐতিহ্যবাহী চরমাগা উদযাপন উপলক্ষে ‘মহিষাসুর বধ পালা’ মঞ্চায়ন হবে।