টেরাকোটা ফলক নির্মাণ কর্মশালায় অংশগ্রহণকারীদের
সনদপত্র ও পুরস্কার প্রদান অনুষ্ঠিত হবে আগামী ১ মার্চ ২০২৫
বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে চারুকলা বিভাগের ব্যবস্থাপনায় ৭ দিনব্যাপী টেরাকোটা ফলক নির্মাণ কর্মশালা ২০২৩-এর সনদপত্র ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আগামী ১ মার্চ ২০২৫, শনিবার, বিকাল ৪টায় একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে কর্মশালায় অংশগ্রহণকারীদের মধ্যে গুণগত মান বিবেচনায় ১০ জন শিল্পীকে পুরস্কার এবং অংশগ্রহণকারী ৬২ জন শিক্ষার্থীকে সনদপত্র প্রদান করা হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক (সচিব পদমর্যাদা) ড. সৈয়দ জামিল আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদ-এর প্রাচ্যকলা বিভাগের অনারারি প্রফেসর ড. আব্দুস সাত্তার। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদ-এর ডিন অধ্যাপক ড. আজহারুল ইসলাম শেখ। স্বাগত বক্তব্য প্রদান করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের পরিচালক মোস্তফা জামান।
গত ১৯ - ২৫ ডিসেম্বর ২০২৩ তারিখ পর্যন্ত টেরাকোটা ফলক নির্মাণ কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় ১২ টি বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিষয়ের ৬২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
এই কর্মশালা আয়োজনের মূল লক্ষ্য হলো অংশগ্রহণকারী শিল্পীদের এদেশের মাটি ও প্রকৃতি সম্পর্কে বিশেষ ধারণা দেয়া। বেলে মাটি, এঁটেলমাটি ও দোঁয়াশ মাটির মিশ্রণ সম্পর্কে অবহিত করা। পোড়ামাটির ফলক নির্মাণে ব্যবহৃত মাটির সঠিক বিন্যাস সম্পর্কে বিশেষ ধারণা প্রদান করা। পোড়ামাটির ফলক নির্মাণসহ বিপনন ও বৃহৎ আকৃতির টেরাকোটা ফলক নির্মাণ ও স্থাপনা সম্পর্কে, পোড়ামাটিতে ব্যবহৃত বিভিন্ন রাসায়নিক অক্সাইড ও তার মিশ্রণ ব্যবহার এবং ব্যবহারিক সৃজনশীল শিল্পকর্ম নির্মাণে বিশেষ ধারণা দেয়া। একাডেমির প্রত্যাশা অংশগ্রহণকারী শিল্পীদের নিরলস চর্চার মাধ্যমে অর্থনৈতিক ভীত তৈরিতে বিশেষ ভূমিকা রাখবে এই কর্মশালা।