বহুভাষিক উৎসব ২০২৫
বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে
শুরু হলো ‘যাত্রাপালা রচনা কর্মশালা’
বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের ব্যবস্থাপনায় ভাষার মাসে বহুভাষিক উৎসবের অংশ হিসেবে দেশীয় পালাকারদের নিয়ে আজ ২৫ ফেব্রুয়ারি থেকে শুরু হলো ২ দিনব্যাপী ‘যাত্রাপালা রচনা কর্মশালা’। সকাল ১০ টায় জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে এই কর্মশালার উদ্বোধন করা হয়। 2৫ ও 2৬ ফেব্রুয়ারি জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে ১ম পর্ব এবং আগামী ৬-৮ মার্চ ২০২৫ তারিখ নেত্রকোনার বিরিশিরিতে ২য় পর্বের ‘যাত্রাপালা রচনা কর্মশালা’ অনুষ্ঠিত হচ্ছে। কর্মশালায় বিভিন্ন জেলা থেকে ২০ (বিশ) জন পালাকার অংশগ্রহণ করছেন।
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক (সচিব পদমর্যাদা) ড. সৈয়দ জামিল আহমেদ। স্বাগত বক্তব্য প্রদান করেন নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক ফয়েজ জহির।
কর্মশালায় মূখ্য প্রশিক্ষক হিসেবে রয়েছেন সাইদুর রহমান লিপন। সহকারী প্রশিক্ষক হিসেবে আছেন এম. এ মুজিদ সরকার, তাপস সরকার, শ্যামল দত্ত ও রাখাল বিশ্বাস। এছাড়াও পালা মূল্যায়নকারী হিসেবে থাকছেন ড. আমিনুল ইসলাম, আহমেদুল কবির ইয়াং, ড. তপন বাগচী, অসীম দাস ও রহমান রাজু।
যাত্রাপালা রচনা কর্মশালার পালার বিষয়বস্তুর মধ্যে রয়েছে জুলাই বিপ্লব, পোশাক শ্রমিক, রেমিটেন্স যোদ্ধা, সাধারণ মুক্তিযোদ্ধা, ভাষা আন্দোলন, সামাজিক অসংগতি, ধর্মীয় গোড়ামি এবং প্রেম প্রণয়।
উল্লেখ্য যে, রচনাকৃত পালাগুলোর মধ্য থেকে মূল্যায়নের ভিত্তিতে নির্বাচিত পালাগুলো নিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমির নতুন যাত্রাপালা নির্মাণ ও প্রদর্শনীর পরিকল্পনা রয়েছে।