Wellcome to National Portal
  • 2024-08-19-10-37-82c7055215e36c7a2e88130c29ba312b
  • 2024-08-19-10-47-7122a50b710cf20a998f1f2893771f6b
  • 2024-08-19-10-49-c5c45ddbf5b3f0ac2004b96b1d0c842c
  • 2024-08-19-10-52-a9c172d6b297b784475da5b806d6cc4f
বাংলাদেশ শিল্পকলা একাডেমি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৭ মার্চ ২০২৫

মহান স্বাধীনতা দিবস ২০২৫ উদযাপন উপলক্ষ্যে আগামীকাল অনুষ্ঠিত হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির বিশেষ আয়োজন ‘মুক্তির মহিমা’


প্রকাশন তারিখ : 2025-03-27

মহান স্বাধীনতা দিবস ২০২৫ উদযাপন উপলক্ষ্যে

আগামীকাল অনুষ্ঠিত হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির বিশেষ আয়োজন ‘মুক্তির মহিমা’

 

 

মহান স্বাধীনতা দিবস ২০২৫ উদ্‌যাপন উপলক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের আয়োজনে আগামীকাল ২৬ মার্চ ২০২৫, বুধবার বিকাল ৪টায় জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হবে বিশেষ আয়োজন ‘মুক্তির মহিমা’। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক (দায়িত্বপ্রাপ্ত) মোহাম্মদ ওয়ারেছ হোসেন। এতে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন উদ্যোক্তা এবং সমাজকর্মী সাদাফ সাজ সিদ্দিকী এবং আলোকচিত্র শিল্পী, শিক্ষক ও সমাজকর্মী জান্নাতুল মাওয়া। স্বাগত বক্তব্য প্রদান করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমি সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক মেহজাবীন রহমান। 

 

অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে সমবেত ‘যন্ত্রবাদন’ পরিবেশন করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির যন্ত্রশিল্পীগণ। এরপর আবৃত্তি পরিবেশন করবেন এনামুল হক জুয়েল এবং কাজী বুশরা আহমেদ তিথি। সবশেষে একক আবৃত্তি পরিবেশন করবেন এ বি এম সোহেল রশিদ।

অনুষ্ঠানটি সকলের জন্য উন্মুক্ত থাকবে।

সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে একাডেমির পক্ষ থেকে মুক্তিযুদ্ধে শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হবে।