Wellcome to National Portal
বাংলাদেশ শিল্পকলা একাডেমি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৭ অক্টোবর ২০১৯

ফকির লালন সাঁইজির ১২৯তম তিরোধান দিবস উপলক্ষে বিশেষ ‘সাধুমেলা’


প্রকাশন তারিখ : 2019-10-17

   পূর্ণিমা তিথির মাসিক সাধুসঙ্গ (৭ম আসর)

Fakir Lalon's special 'Sadhu Mela' on the occasion of 125th Tirodhan Day

মানবতার মহান সাধক ফকির লালন সাঁই ১৭৭৪ সালে কুষ্টিয়া জেলার কুমারখালি থানার অন্তর্গত চাপাড়া, ভাড়ারা গ্রামে জন্মগ্রহন করেন। তিনি একজন নিবেদিতপ্রাণ সাধক, দার্শনিক ও মানবতাবাদী কবি। প্রাপ্তি সূত্রে তিনি প্রায় সহস্রাধিক মরমি ভাববাণীর রচয়িতা। তাঁর মর্মস্পর্শী পদাবলি বাংলার সহজ সরলমনা সঙ্গীত প্রেমীদের আত্মার খোরাক। বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী পরিকল্পনায় দেশের বরেণ্য বাউল ও বাউল শিল্পী, শীর্ষ পর্যায়ের লালন গবেষক, প্রাজ্ঞ সাধক, শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের সমন্বয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে  জাতীয় পর্যায়ে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় ১৫ অক্টোবর, ২০১৯ তারিখে ফকির লালর সাঁইজির ১২৯তম তিরোধান দিবস উপলক্ষে সকল পর্যায়ের বাউল সাধক, বাউল শিল্পীদের অংশগ্রহণে সাধুমেলার ৭ম আসরের  আয়োজন করা হয়।