শুরু হচ্ছে মাসব্যাপী 6ষ্ঠ জাতীয় ভাস্কর্য প্রদর্শনী
সারাদেশ থেকে দেড় শতাধিক শিল্পীর ২’শ শিল্পকর্ম স্থান পাচ্ছে
বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে চারুকলা বিভাগের ব্যবস্থাপনায় শুরু হতে যাচ্ছে মাসব্যাপী ‘৬ষ্ঠ জাতীয় ভাস্কর্য প্রদর্শনী’। আগামী ২১ ডিসেম্বর ২০২৪, শনিবার বিকাল ৪টায় একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে এই ভাস্কর্য প্রদর্শনীর উদ্বোধন করবেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা শারমীন এস মুরশিদ। সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ড. সৈয়দ জামিল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী; দেশবরেণ্য ভাস্কর হামিদুজ্জামান খান ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ভাস্কর আতিকুল ইসলাম।
ধারাবাহিকভাবে ভাস্কর্য চর্চায় উৎসাহ ও বিকাশ সাধনের লক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে ১৯82 সালে প্রথম ভাস্কর্য প্রদর্শনী আয়োজিত হয়। এ বছর ৬ষ্ঠ বারেরমতো অনুষ্ঠিত হতে যাচ্ছে মাসব্যাপী জাতীয় ভাস্কর্য প্রদর্শনী। এবারের প্রদর্শনীতে 159 জন শিল্পীর বিভিন্ন ক্যাটাগরির 178টি শিল্পকর্ম প্রদর্শিত হবে।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালার গ্যালারিতে প্রদর্শনী চলবে ২1 ডিসেম্বর 2024 থেকে 20 জানুয়ারি ২০২৫ পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা (বন্ধের দিন বিকাল ৩টা) থেকে রাত ৮টা পর্যন্ত।
প্রদর্শনীটি সকলের জন্য উন্মুক্ত থাকবে।