Wellcome to National Portal
বাংলাদেশ শিল্পকলা একাডেমি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২১st জানুয়ারি ২০২৫

৬ষ্ঠ জাতীয় ভাস্কর্য প্রদর্শনীর সময় বাড়লো ৭ দিন


প্রকাশন তারিখ : 2025-01-21

৬ষ্ঠ জাতীয় ভাস্কর্য প্রদর্শনীর

সময় বাড়লো ৭ দিন

 

বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে চারুকলা বিভাগের ব্যবস্থাপনায় মাসব্যাপী ‘৬ষ্ঠ জাতীয় ভাস্কর্য প্রদর্শনী ২০২৪’ এর সময় বাড়লো আরো ৭ দিন। আগামী ২7 জানুয়রি ২০২৫, সোমবার একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে সমাপনী অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে পর্দা নামবে এই প্রদর্শনীর।  

 

ধারাবাহিকভাবে ভাস্কর্য চর্চায় উৎসাহ ও বিকাশ সাধনের লক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে ১৯৮২ সালে প্রথম ভাস্কর্য প্রদর্শনী আয়োজিত হয়। এ বছর ৬ষ্ঠ বারের মতো আয়োজন করা হয়েছে মাসব্যাপী জাতীয় পর্যায়ের এ ভাস্কর্য প্রদর্শনী। এবারের প্রদর্শনীতে ১৫৯ জন শিল্পীর বিভিন্ন ক্যাটাগরির ১৭৮ টি শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে।

গত ২১ ডিসেম্বর ২০২৪ তারিখ বাংলাদেশ শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের ব্যবস্থাপনায় জাতীয় চিত্রশালা গ্যালারিতে ৬ষ্ঠ জাতীয় ভাস্কর্য প্রদর্শনী শুরু হয়। প্রদর্শনী চলবে ২7 জানুয়ারি ২০২৫ পর্যন্ত, প্রতিদিন সকাল ১১টা (সরকারি ছুটির দিন বিকাল ৩টা) থেকে রাত ৮টা পর্যন্ত।