Wellcome to National Portal
বাংলাদেশ শিল্পকলা একাডেমি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৯ মার্চ ২০১৯

শুদ্ধসুরে জাতীয় সংগীত প্রতিযোগিতার চুড়ান্ত র্পব অনুষ্ঠিত


প্রকাশন তারিখ : 2019-03-18

জাতীয় সংগীত প্রতিযোগিতার

দেশব্যাপী শুদ্ধসুরে জাতীয় সংগীত প্রতিযোগিতার চুড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের আয়োজনে ২য় বারেরমতো এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় সংগীত চর্চাকে অনুপ্রাণিত করার লক্ষ্যে দেশব্যাপী প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীর অংশগ্রহণে দলগত জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতার আয়োজন করা হয়। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালেয়ের ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির সার্বিক সহযোগিতায় 18 মার্চ 2019 একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হয় চুড়ান্ত পযায়ের প্রতিযোগিতা। স্কুল, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্য্যয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে প্রতিটি বিভাগে বিজয়ীদলগুলো জাতীয় পর্যায়ে চুড়ান্ত পর্বে অংশগ্রহণ করেছে।

চুড়ান্ত পযায়ের প্রতিযোগিতায় সকাল 8টা থেকে একাডেমির জাতীয় চিত্রশালা প্লাজায় রেজিস্ট্রেশন শেষে সকাল 9টায় একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অংশগ্রহণ করে 24টি দল । দলগুলো যথাক্রমে প্রাথমিক পযায়ে ঢাকা বিভাগের মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল এন্ড কলেজ, মোহাম্মদপুর; চট্টগ্রাম বিভাগের মেঘলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বান্দরবান; বরিশাল বিভাগের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, বরিশাল; খুলনা বিভাগের কেদারগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সরোজগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, খেজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইসলামপাড়া পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং আলমডাঙ্গা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়; ময়মনসিংহ বিভাগের বিদ্যাময়ী সরকারি প্রাথমিক উচ্চ বিদ্যালয়, ময়মনসিংহ সিটি কর্পোরেশন, রাজশাহী বিভাগের রাঙ্গামাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ; সিলেট বিভাগের স্কলার্স হোম পাঠানটুলা ক্যাম্পাস এবং রংপুর বিভাগের কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কুড়িগ্রাম। মাধ্যমিক পযায়ে ঢাকা বিভাগের এস.এফ. এক্স গ্রীনহেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুল, মোহাম্মদপুর, ঢাকা; চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়, খাগড়াছড়ি; বরিশাল বিভাগের ভান্ডারিয়া বন্দর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ভান্ডারিয়া, পিরোজপুর; খুলনা বিভাগের সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়, খুলনা; ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, নেত্রকোণা; রাজশাহী বিভাগের নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, নাটোর; সিলেট বিভাগের সরকারি এস.সি বালিকা উচ্চ বিদ্যালয়, সুনামগঞ্জ; এবং রংপুর বিভাগের ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়, ঠাকুরগাঁও। উচ্চ মাধ্যমিক পযায়ে ঢাকা বিভাগের উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, রমনা, ঢাকা; চট্টগ্রাম বিভাগের মহিলা কলেজ এনায়েত বাজার, চট্টগ্রাম; বরিশাল বিভাগের অমৃত লাল দে মহাবিদ্যালয়, বরিশাল; খুলনা বিভাগের শ্রীপুর সরকারি কলেজ, মাগুরা; ময়মনসিংহ বিভাগের মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ, শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ এবং কৃষি বিদ্যালয় কলেজ, ময়মনসিংহ; রাজশাহী বিভাগের উল্লাপাড়া বিজ্ঞান কলেজ, সিরাজগঞ্জ; সিলেট বিভাগের এম. সি কলেজ, সিলেট এবং রংপুর বিভাগের কালেক্টরেট স্কুল এন্ড কলেজ, রংপুর।

চুড়ান্ত পযায়ের প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন শিল্পী বুলবুল ইসলাম, লিলি ইসলাম, ফাহিম হোসেন চৌধুরী, সাজেদ আকবর এবং সালমা আকবর। প্রতিটি পর্যায়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণ করা হয়েছে। প্রাথমিক পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছে মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল এন্ড কলেজ, ঢাকা; দ্বিতীয় স্থান অর্জন করেছে কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কুড়িগ্রাম; তৃতীয় স্থান অর্জন করেছে মেঘলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বান্দরবান। মাধ্যমিক পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছে সরকারী করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়, খুলনা; দ্বিতীয় স্থান অর্জন করেছে সরকারী এস সি বালিকা উচ্চবিদ্যালয়, সুনামগঞ্জ; তৃতীয় স্থান অর্জন করেছে খাগড়াছড়ি সরকারি উচ্চবিদ্যালয়, খাগড়াছড়ি। প্রথম স্থান অর্জন করেছে কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ, রংপুর; দ্বিতীয় স্থান অর্জন করেছে মহিলা কলেজ, চট্টগ্রাম; তৃতীয় স্থান অর্জন করেছে শ্রীপুর সরকারি কলেজ, মাগুরা।

দুপুর ২টায় চুড়ান্ত পর্বের ফলাফল ঘোষনা ও সমাপনি অনুষ্ঠানে ফলাফল ঘোষণা করেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. মোঃ আবু হেনা মোস্তফা কামাল এনডিসি ও অতিরিক্ত সচিব মোঃ আব্দুল মান্নান ইলিয়াস এবং মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মো: সাইদুর রহমান।

উল্লেখ্য ২৬ মার্চ চুড়ান্ত পযায়ে বিজয়ীদেরকে পুরস্কার প্রদান করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।