Wellcome to National Portal
বাংলাদেশ শিল্পকলা একাডেমি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৮ এপ্রিল ২০১৯

স্বীকৃতি পেল বাংলাদেশ শিল্পকলা একাডেমির ফেসবুক পেইজ


প্রকাশন তারিখ : 2019-04-24

Bangladesh Shilpakala Academy Facebook page received recognitionশিল্প সংস্কৃতি ঋদ্ধ সৃজনশীন মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে দেশজুড়ে শিল্প সংস্কৃতির বিকাশে কাজ করছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। একাডেমি আয়োজিত বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক অনুষ্ঠানসমূহ, মঞ্চনাটক, প্রদর্শনী, প্রশিক্ষণ, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের হালনাগাদ তথ্য পাওয়া যায় একাডেমির ফেইজবুকে পেইজে। Bangladesh Shilpakala Academy নামে পেইজটিতে রয়েছে সাতাশি হাজার ফ্যান।

পেইজটির ইউআরএল হলো www.facebook.com/shilpakalapage/

একাডেমির আবেদনের প্রেক্ষিতে ২৪ এপ্রিল ২০১৯ ফেসবুক কর্তৃপক্ষ এক বার্তায় পেইজটি ভেরিফিকেশনের তথ্য নিশ্চিত করেছে। এর ফলে পেইজটি শিল্পসংস্কৃতির নানা আয়োজনের নির্ভরযোগ্য একটি তথ্যসূত্র হিসেবে বিবেচিত হবে। একাডেমিতে আয়োজিত নিয়মিত নাটকের প্রদর্শনী, জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন আয়োজনের তথ্য পাওয়া যাবে এই পেইজে। পেইজটির এডমিন একাডেমির সহকারী পরিচালক(গ্যালারি) শাহিন রেজা রাসেল জানিয়েছেন,‘‘২০১৭” সালের আগস্ট মাসে পেইজটি খোলা হয় এবং তারপর থেকে নিয়মিত তথ্য হালনাগাদ করার মাধ্যমে পেইজটি সংস্কৃতিকর্মীদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠে।’