Wellcome to National Portal
বাংলাদেশ শিল্পকলা একাডেমি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৭ অক্টোবর ২০১৯

‘শেখ হাসিনা-বাংলাদেশের স্বপ্নসারথি’ শীর্ষক মাসব্যাপী প্রদর্শনী উপলক্ষে আলোচনা সভা


প্রকাশন তারিখ : 2019-10-17


Discussion Meeting on the Monthly Exhibition titled 'Sheikh Hasina-Bangladesh Swapnasarthi'বাংলাদেশ শিল্পকলা একাডেমি একাডেমির জাতীয় চিত্রশালা ভবনের ১ ও ৬ নং গ্যালারীতে ‘শেখ হাসিনা বাংলাদেশের স্বপ্নসারথি’ শীর্ষক প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ২৮ সেপ্টেম্বর-২৭ অক্টোবর ২০১৯ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিন‘র সংগ্রামী জীবনের বিভিন্ন পর্যায়ের আলোকচিত্র এবং তাকে নিয়ে সৃজিত শিল্পকর্মের মাসব্যাপী এই প্রদর্শনী উপলক্ষ্যে আগামীকাল ১৫ অক্টোবর ২০১৯ বিকাল ৩.৩০টায় একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে ‘শেখ হাসিনা বাংলাদেশের স্বপ্নসারথি’ শীর্ষক আলোচনার আয়োজন করা হয়েছে। 
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য মন্ত্রণালয়ের ড. হাছান মাহমুদ এমপি। প্রধান অতিথির বক্তব্যে মাননীয় মন্ত্রী বলেন, ‘১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার পর দেশকে উল্টোপথে পরিচালিত করা হয়েছে। জননেত্রী শেখ হাসিনা দেশে ফিরে এসে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার সাহসী ভূমিকা রেখে চলেছেন। তিনি ফিরে আসার পর আমরা মুক্তিযুদ্ধের চেতনাকে ফিরে পেয়েছি। আজকে বাংলাদেশের সমৃদ্ধিও জন্য শেখ হাসিনাকে প্রয়োজন। আমরা তাঁর নেতৃত্বে উন্নত রাষ্ট্রের পাশাপাশি উন্নত জাতি গঠন করতে চাই। ’

অনুষ্ঠানে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব বদরুল আনম ভূঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশগ্রহণ করবেন জাতীয় অধ্যাপক ড. রফিকুল ইসলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। অধ্যাপক ড. রফিকুল ইসলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বলেন, ‘ শেখ হাসিনা  ছিলেন অত্যন্ত নম্র, ভদ্র বিনয়ী ও মার্জিত একজন শিক্ষার্থী। বঙ্গবন্ধুর পর শেখ হাসিনা আমাদেরকে ভয়ঙ্কর কালো অধ্যায় থেকে মুক্তি দিয়েছেন।’
অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ‘ছবি কথা বলে। একটি ছবি ১০হাজার শব্দের চেয়ে বেশি শক্তিশালী। প্রদর্শনীতে ছবিগুলো দেখলে আমরা বুঝতে পারি উন্নয়নের ধারাবাহিকতা ও অগ্রযাত্রা। শিক্ষাকে সবার দুয়ারে পৌছে দেওয়া, নারীর ক্ষমতায়ন ও শিক্ষা ব্যবস্থাসহ প্রজাতন্ত্রের সকল ক্ষেত্রে ভূমিকা রাখছেন এবং বঙ্গবন্ধুর সপ্নের সোনার বাংলা গড়ার লক্ষে কাজ করছেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা।’
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার রয়েছে বর্ণাঢ্য রাজনৈতিক জীবন। তাঁর নেতৃত্বে অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় ২০৪১ সালে উন্নত দেশে পরিণত হওয়ার পথে দৃপ্ত প্রত্যয়ে এগিয়ে চলছে বাংলাদেশ । বাঙালির স্বপ্নসারথি, উন্নয়নের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংগ্রামী জীবনের বিভিন্ন পর্যায়ের আলোকচিত্র এবং শিল্পকর্ম নিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমি মাসব্যাপী প্রদর্শনীর আয়োজন করেছে। প্রদর্শনীতে স্থান পাওয়া শিল্পকর্মগুলো প্রধানমন্ত্রীর উন্নয়ন কর্মকান্ড ও বর্ণাঢ্য কর্মময় জীবনের শিল্পভাষ্যের উন্মোচন। এই  আলোকচিত্র ও শিল্পকর্মগুলোর মধ্যে জননেত্রী শেখ হাসিনাকে শিল্পের একক আবহে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে।