বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ২৭ অক্টোবর ২০১৮ শনিবার সন্ধ্যা ৬টায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে ‘কীরূপ দেখি নয়ন মুদি’ শীর্ষক সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে বাউলগান পরিবেশন করবেন উপমাহদেশের প্রখ্যাত শিল্পী পার্বতী বাউল। অনুষ্ঠানে শিল্পীকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রেখেছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।