Wellcome to National Portal
বাংলাদেশ শিল্পকলা একাডেমি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২২nd ডিসেম্বর ২০২৪

বিজয়ের মাসে সংগীত, নৃত্য ও আবৃত্তি সমন্বয়ে সারাদেশে ১৫ জেলায় চলছে অনুষ্ঠানমালা: সৃষ্টি সুখের উল্লাসে মেতেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি


প্রকাশন তারিখ : 2024-12-22

বিজয়ের মাসে সংগীত, নৃত্য ও আবৃত্তি সমন্বয়ে সারাদেশে ১৫ জেলায় চলছে

অনুষ্ঠানমালা: সৃষ্টি সুখের উল্লাসে মেতেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি

 

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে বিজয়ের মাসে সঙ্গীত, নৃত্য, আবৃত্তি নিয়ে সৃষ্টি সুখের উল্লাসে মেতেছে সারাদেশ অনুষ্ঠান চলছে, সারাদেশে ১৫ জেলায়। “ঐ ধূমকেতু আর উল্কাতে, চায় সৃষ্টিটাকে উল্টাতে” সংগীত, আবৃত্তি ও নৃত্যের সমন্বয়ে আজ ১৯ ডিসেম্বর দেশের বরগুনা, মানিকগঞ্জ, দিনাজপুর, কিশোরগঞ্জ, গোপালগঞ্জ, ফেনী, চট্টগ্রাম, সিরাজগঞ্জ, বাগেরহাট, রাজশাহী, ঝিনাইদহ ও বান্দরবান-এ চলছে অনুষ্ঠান।

 

রাজশাহীর লালনশাহ মুক্তমঞ্চে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আখতার। রাজশাহী জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় অনুষ্ঠানে পরিবেশিত হয় সমবেত সংগীত, দলীয় নৃত্য, লোক, আধুনিক ও দেশাত্মবোধক সংগীত। বান্দারবান জেলায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দারবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই। বান্দারবান জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় অনুষ্ঠানে পরিবেশিত হয় ঐতিহ্যবাহী লুসাই নৃত্য, ঐতিহ্যবাহী বম্ নৃত্য, ময়ূর নৃত্য, শাস্ত্রীয় নৃত্য, সম্প্রীতির নৃত্য, একক সংগীত, দলীয় সংগীত ও আবৃত্তি । দিনাজপুরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক মো: রফিকুল ইসলাম। দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় অনুষ্ঠানে পরিবেশিত হয় একক সংগীত, দলীয় সংগীত, দলীয় নৃত্য, সাঁওতাল সম্প্রদায়ের বাহা ও সহরায় নিয়ে আগমনি গান। কিশোরগঞ্জ জেলায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক ফৌজিয়া খান। কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় অনুষ্ঠানে পরিবেশিত হয় একক সংগীত, দলীয় সংগীত, দলীয় নৃত্য ও আবৃত্তি। ফেনীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনীর জেলা প্রশাসক সাইফুল ইসলাম। ফেনী জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় অনুষ্ঠানে পরিবেশিত হয় একক সংগীত, দলীয় সংগীত ও দলীয় নৃত্য। বরগুনার টাউন হল প্রাঙ্গণে বরগুনা জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় অনুষ্ঠানে পরিবেশিত হয় একক সংগীত, দলীয় সংগীত, দলীয় নৃত্য, একক আবৃত্তি ও ব্যান্ড সংগীত। বাগেরহাটে জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় অনুষ্ঠানে পরিবেশিত হয় একক সংগীত, দলীয় সংগীত, দলীয় নৃত্য ও আবৃত্তি। এছাড়াও অন্যান্য জেলাসমূহেও অনুরূপ অনুষ্ঠান আয়োজন করা হয়।

 

আগামীকাল ২০ ডিসেম্বর ২০২৪ কক্সবাজার জেলায় অনুষ্ঠান আয়োজিত হবে।