Wellcome to National Portal
বাংলাদেশ শিল্পকলা একাডেমি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১০ ডিসেম্বর ২০২৪

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে শুরু হলো ‘মেহনতি জনতার জন্য আলোকচিত্র প্রশিক্ষণ ’


প্রকাশন তারিখ : 2024-12-10
বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে শুরু হলো 
‘মেহনতি জনতার জন্য আলোকচিত্র প্রশিক্ষণ ’
 
জুলাই বিপ্লবে সক্রিয় ভূমিকা রেখেছিল নাগরিক সাংবাদিকতা। তথ্য দিয়ে আন্দোলনের পুরো স্পিরিটটা ধরে রেখেছিলেন শ্রমজীবী মানুষদের উল্লেখযোগ্য একটা অংশ। ঝুঁকি নিয়ে তারা অত্যাচারের ভয়বহতা মোবাইলে তুলে সারা বিশ্বকে জানিয়েছিলেন। সেই প্রেক্ষাপটে নাগরিক সাংবাদিকতাকে আরও উৎসাহিত করার জন্য এবং আন্দোলনকালীন তাদের ভাবনাগুলো উপস্থাপনের এই আয়োজনকে শিল্পকলা একাডেমি তাৎপর্যপূর্ণ মনে করে। শ্রমজীবী মানুষের পাশাপাশি কিশোর-কিশোরীদের নিয়েও এই আয়োজনকে জেলা পর্যায়ে বিস্তার ঘটানোর পরিকল্পনা রয়েছে।  
 
সে লক্ষ্যেই বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ বিভাগের আয়োজনে আজ ০৯ ডিসেম্বর ২০২৪, সোমবার থেকে শুরু হলো ‘আমাদের গল্প আমরাই বলবো, মেহনতি জনতার জন্য আলোকচিত্র প্রশিক্ষণ’। সকাল  ১০ টায় পুরান ঢাকার মিরন জল্লা হরিজন পল্লীতে শুরু হয় ৩ দিনব্যাপী আলোকচিত্র প্রশিক্ষণ। প্রশিক্ষণ চলবে ১১ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা-বিকাল ৫টা পর্যন্ত। প্রশিক্ষণ সমন্বয় করছেন বিশিষ্ট ফটোগ্রাফার জান্নাতুল মাওয়া।প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন সফিকুল আলম কিরণ। পর্যায়ক্রমে দেশ বরেণ্য সকল জেলার ফটোগ্রাফার গণ প্রশিক্ষক হিসাবে এই  কর্মশালায় যুক্ত হবেন। একাডেমির বিভাগ থেকে কর্মশালা সমন্বয় করছেন শেখ মুহম্মদ এহসানুর রহমান ইন্সট্রাক্টর (নাটক)।
 
ভিন্ন ভিন্ন স্থানে সর্বোচ্চ ১৫জন প্রশিক্ষণার্থী নিয়ে ৩দিনব্যাপী এই প্রশিক্ষণ পরিচালিত হবে। আগামী ১৩-১৫ ডিসেম্বর পর্যন্ত কমলাপুর রেল স্টেশনে কুলি সম্প্রদায়কে নিয়ে; ১৫-১৭ ডিসেম্বর সেগুনবাগিচায় গৃহ শ্রমিকদের নিয়ে; ২৪-২৬ডিসেম্বর গাজী সরণী-২, পূর্ব বাড্ডায় রিকশা শ্রমিকদের নিয়ে এবং ২৭-২৯ ডিসেম্বর গার্মেন্টস শ্রমিকদের নিয়ে আশুলিয়ার গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরাম নরসিংহপুরে  অনুষ্ঠিত হবে।  
 
এ সম্পর্কে একাডেমির প্রশিক্ষণ বিভাগের পরিচালক এ এফ এম নুরুর রহমান বলেন, “জুলাই বিপ্লবে যখন সাংবাদিক এবং গণমাধ্যমকে নিষ্ক্রিয় রাখা হয়েছিল, ইন্টারনেট পরিসেবা বন্ধ করে দেওয়া হয়েছিল তখনই আমরা বুঝেছিলাম নাগরিক সাংবাদিকতার গুরুত্ব কতখানি। নাগরিক সাংবাদিকতার একটা বড় অংশ জুড়ে ছিল এই কিশোর-কিশোরী এবং শ্রমজীবী মানুষ। যারা বেশিরভাগই কখনো আলোচনায় ছিলেন না। তাদেরকে এমন একটি আলোকচিত্র কর্মশালায় নিয়ে আসা অবশ্যই একটি অনন্য ঘটনা। আমি আশা করি, কর্মশালায় যারা অংশগ্রহণ করছেন তারা তাৎপযপূর্ণ ভূমিকা রাখবে।”