Wellcome to National Portal
  • 2024-08-19-10-37-82c7055215e36c7a2e88130c29ba312b
  • 2024-08-19-10-47-7122a50b710cf20a998f1f2893771f6b
  • 2024-08-19-10-49-c5c45ddbf5b3f0ac2004b96b1d0c842c
  • 2024-08-19-10-52-a9c172d6b297b784475da5b806d6cc4f
বাংলাদেশ শিল্পকলা একাডেমি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৩ এপ্রিল ২০২৫

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে অনুষ্ঠিত হবে ৭ দিনব্যাপী ‘পট নৃত্য’ ও ‘লাঠি খেলায় নাট্যভাষা’ শীর্ষক প্রযোজনা ভিত্তিক নাট্যনির্মাণ কর্মশালা


প্রকাশন তারিখ : 2025-04-13

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে অনুষ্ঠিত হবে

৭ দিনব্যাপী ‘পট নৃত্য’ ও ‘লাঠি খেলায় নাট্যভাষা’ শীর্ষক প্রযোজনা ভিত্তিক নাট্যনির্মাণ কর্মশালা

 

 

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এবং প্রশিক্ষণ বিভাগের ব্যবস্থাপনায় আগামী ২০-২৬ এপ্রিল ২০২৫, প্রত্যহ সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত ৭ দিনব্যাপী ‘পট নৃত্য’ কর্মশালা এবং ‘লাঠি খেলায় নাট্যভাষা’ শীর্ষক প্রযোজনা ভিত্তিক নাট্যনির্মাণ কর্মশালা ও প্রদর্শনী আয়োজন করা হয়েছে। অনুষ্ঠিতব্য কর্মশালায় অংশগ্রহণে আগ্রহীদের বয়সসীমা ১৫ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। পট নৃত্য কর্মশালার ক্ষেত্রে অংশ্রহণকারীদের নৃত্য বিষয়ে ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা এবং লাঠি খেলায় নাট্যভাষা শীর্ষক প্রযোজনা ভিত্তিক নাট্যনির্মাণ কর্মশালায় অংশগ্রহণের ক্ষেত্রে লাঠি খেলার বিষয়ে ন্যূনতম অভিজ্ঞতা থাকতে হবে। কোনো প্রতিষ্ঠান থেকে আগ্রহী অংশগ্রহণকারীদের অবশ্যই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রত্যয়ন থাকতে হবে। কর্মশালায় অংশগ্রহণকারীরা বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রশাসন ভবনের প্রশিক্ষণ বিভাগ থেকে সকাল ১০ টা থেকে বিকাল ৪.৩০ টা পর্যন্ত আবেদন ফরম সংগ্রহ ও জমা প্রদান করতে পারবে।

‘পট নৃত্য’ কর্মশালার আবেদনপত্র সংগ্রহ ও জমাদানের শেষ সময় ১৭ এপ্রিল ২০২৫ তারিখ পর্যন্ত। ‘লাঠি খেলায় নাট্যভাষা’ শীর্ষক প্রযোজনা ভিত্তিক নাট্যনির্মাণ কর্মশালার আবেদনপত্র সংগ্রহ ও জমাদানের শেষ সময় ১৫ এপ্রিল ২০২৫ তারিখ পর্যন্ত এবং নির্বাচনী পরীক্ষা ১৬ এপ্রিল ২০২৫ তারিখ বিকাল ৫ টায়। বিস্তারিত তথ্যের জন্য ০১৭২৯-৭১০৬৪৩ ও ০১৯১৭-৯৩৯৯৮২ নম্বরে যোগাযোগ করা যাবে।