Wellcome to National Portal
বাংলাদেশ শিল্পকলা একাডেমি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৯ ডিসেম্বর ২০২৪

জাঁকজমক আয়োজনে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়ে গেলো যন্ত্রসংগীত উৎসব ২০২৪


প্রকাশন তারিখ : 2024-12-09

জাঁকজমক আয়োজনে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়ে গেলো যন্ত্রসংগীত উৎসব ২০২৪

 

সারাদেশে বিভাগীয় পর্যায়ে একযোগে অনুষ্ঠিত হয়েছে যন্ত্রসঙ্গীত উৎসব। আজ ৮ ডিসেম্বর ২০২৪ বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এবং চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় সন্ধ্যা ৬.০০টায় অনুষ্ঠিত হয়েছে যন্ত্রসঙ্গীত উৎসব।

চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এ উৎসব অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ড. সৈয়দ জামিল আহমেদ। উদ্বোধন করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত সদস্য মো: আরিফুল ইসলাম ফরহাদ। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ শরীফ উদ্দিন। স্বাগত বক্তব্য প্রদান করেন জেলা কালচারাল অফিসার মো: মোসলেম উদ্দিন। বাংলা ঢোল বাদনের মধ্য দিয়ে চট্টগ্রামে যন্ত্রসংগীত উৎসবের উদ্বোধন করা হয়।

 

পরিবেশনার শুরুতেই ‘সারোদ’ উপস্থাপন করেন বাবুল কান্তি বিশ্বাস (কুমিল্লা) ও তার সহযোগীবৃন্দ। ‘ধুধুক’ পরিবেশন করেন সচীব চাকমা (রাঙামাটি) ও তার সহযোগীরা; ‘মোহনবীণা’ পরিবেশন করেন দোলন কানুনগো ও তার সহযোগীবৃন্দ। এরপর ‘বেহালা’ পরিবেশন করে ভায়োলিনিষ্ট চট্টগ্রাম; ‘সেতার’ পরিবেশন করেন রোজী সেন ও তার সহযোগীবৃন্দ, আবারো বেহলা’ পরিবেশন করেন শ্যামল চন্দ্র দাশ ও সহযোগীরা, ‘সানাই’ পরিবেশন করেন বাবুল জলদাস ও তার সহযোগী। দলীয় ‘তবলা লহড়া’ পরিবেশন করেন জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রাম-এর তবলা বিভাগ। ‘হাওয়াইন গীটার’ পরিবেশন করেন বাবুল কান্তি দে ও তার সহযোগীবৃন্দ; ‘এজ্রার্স’ পরিবেশন করেন মদন মোহন ঘোষ ও তার সহযোগীরা; ‘বুং পাইক (ঢুল)’ পরিবেশন করেন চ থোয়াই মং চাকমা (বান্দরবান) ও তার সহযোগীবৃন্দ; এককভাবে ‘তবলা লহড়া’ পরিবেশন করেন আদ্রিত চৌধুরী ও তার সহযোগীরা। দলীয়ভাবে ‘বাঁশি’ পরিবেশন করেন বংশীধ্বনী, চট্টগ্রাম এবং ‘দোতারা’ পরিবেশন করবে সুরধনি মিউজিক একাডেমি।

 

পৃষ্ঠপোষকতা ও চর্চার মাধ‌্যমে সঙ্গীত যন্ত্রকে টিকিয়ে রাখা এবং শিল্পীদের পৃষ্ঠপোষকতার লক্ষ‌্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির দেশব‌্যাপী এ আয়োজনের অংশ হিসেবে গতকাল ৭ ডিসেম্বর সারাদেশে ৬ টি জেলায় একযোগে যন্ত্র সংগীত উৎসব অনুষ্ঠিত হয়েছে।