স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কন্ঠসৈনিক, সঙ্গীত পরিচালক ও সুরকার সুজেয় শ্যাম এর প্রয়াণে বাংলাদেশ শিল্পকলা একাডেমির শোক প্রকাশ!
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কন্ঠসৈনিক, সঙ্গীত পরিচালক ও সুরকার সুজেয় শ্যাম এর প্রয়াণে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ জামিল আহমেদ।
মহাপরিচালক বলেন, “স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কন্ঠসৈনিক হিসেবে সে সময় তিনি যে গানগুলো রচনা করেছিলেন ও সুর করেছিলেন তা মুক্তিযোদ্ধাদের যুদ্ধ জয়ে অনুপ্রাণিত করেছিলো। সাধারণ মানুষের কাছেও জনপ্রিয় হয়ে ওঠে সে সময় বেতারে প্রচারিত তাঁর গানগুলো। পরবর্তীতে এই প্রজন্মের কাছে এখনও তারঁ অনেক গান সাধারণের মুখে মুখে ফেরে। সে কারণেই সুজেয় শ্যামের মতো একজন গুনী সঙ্গীতজ্ঞকে হারিয়ে আমরা শোকাহত। এ দেশের সঙ্গীত অঙ্গণে এবং বাংলাদেশের অভ্যুদয়ের বিরুপ পরিস্থিতিতে কন্ঠসৈনিক হিসেবে তিনি যে অসামান্য ভূমিকা রেখে গেছেন তা স্মরণীয় হয়ে থাকবে”।
উল্লেখ্য যে একাত্তরে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে গীতিকার শহীদুল আমিনের লেখা বিজয়ের প্রথম গান “বিজয় নিশান উড়ছে ওই” গানটির সুর ও সঙ্গীত পরিচালনা করেন তিনি। এছাড়া “রক্ত দিয়ে নাম লিখেছি”, মুক্তির একই পথ সংগ্রাম”সহ অনেক জনপ্রিয় গানের সুর করেছেন তিনি।
তাঁর অসামান্য অবদানের জন্য ২০১৫ সালে সুজেয় শ্যাম শিল্পকলা পদকে ভূষিত হয়েছেন।
গতকাল বৃহষ্পতিবার দিবাগত রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৰসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন সুজেয় শ্যাম। তাঁর বয়স হয়েছিলো ৭৮ বছর। দীর্ঘদিন ক্যানসারে ভুগে না ফেরার দেশে পাড়ি জমালেন গুণী এই সঙ্গীতজ্ঞ।