Wellcome to National Portal
বাংলাদেশ শিল্পকলা একাডেমি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৪ জানুয়ারি ২০২৫

তারুণ্যের উৎসব 2025 আগামীকাল সন্ধ্যা 6টায় অনুষ্ঠিত হবে সাধুমেলা ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’


প্রকাশন তারিখ : 2025-01-14

তারুণ্যের উৎসব 2025

আগামীকাল সন্ধ্যা 6টায় অনুষ্ঠিত হবে

সাধুমেলা ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’

 

 

মানবিকতা ও ঐক্যের শাশ্বত বার্তা সমাজের প্রতিটি হৃদয়ে পৌঁছে দিতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের উদ্যোগে ১৪ জানুয়ারি ২০২৫, মঙ্গলবার সন্ধ্যা ৬টায় একাডেমির নন্দনমঞ্চে অনুষ্ঠিত হবে সাধুমেলা “মানুষ ভজলে সোনার মানুষ হবি”।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক (সচিব পদমর্যাদা) ড. সৈয়দ জামিল আহমেদ। স্বাগত বক্তব্য প্রদান করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগ পরিচালক মেহজাবীন রহমান।

 

সাধুমেলায় পরিবেশনার শুরুতে বিখ্যাত লালনগীতি ‘ধন্য ধন্য বলি তারে’ ‘দৈন্য গান’ পরিবেশিত হবে। এরপর বাউল গান পরিবেশন করবেন কহিনুর আক্তার গোলাপী। মো: জাহিদুল ইসলাম পরিবেশন করবেন ‘কেন ডুবলি নে মন মনরে’; উপমা আক্তার বৃষ্টি পরিবেশন করবেন ‘হে করুনা সিন্ধু’ এবং লালনসংগীত ‘আমি ওই চরণ দাসের যোগ্য নই’ গানটি পরিবেশন করবেন মো: মিরাজ সিকদার। পরিবেশনা উপস্থাপন করবেন দিল আফরোজ রেবা; আব্দুল মান্নান তালুকদার পরিবেশন করবেন ‘বিনা কার্যে ধন উপার্জন’ এবং ‘এই মানুষে মিলতো মানুষ যদি’ গান পরিবেশন করবেন লাভলী শেখ। শাহ নেওয়াজ সজীব পরিবেশন করবেন ‘চিরদিন পুষলাম এক অচিন পাখি’; ফারজানা আফরিন ইভা পরিবেশন করবেন ‘মন ব্যাথার ব্যাথিত মেলে না’ এবং লালনগীতি ‘যদি ত্বরিতে বাসনা থাকে’ পরিবেশন করবেন তাসলিমা আক্তার। এরপর থাকবে বলাই শাহ; জামাল উদ্দিন টুনটুন ফকির; বিদ্যুৎ শীল ও শ্রী ভজন কুমার ব্যাধ-এর পরিবেশনা। আফসানা হক ইমু পরিবেশন করবেন ‘আমি কারে দিবো দোষ নাহি পরের দোষ’। সবশেষে সমবেত কণ্ঠে পরিবেশিত হবে জনপ্রিয় লালনসংগীত ‘মিলন হবে কত দিনে’।