Wellcome to National Portal
বাংলাদেশ শিল্পকলা একাডেমি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৪ জুলাই ২০১৯

বর্ষার সঙ্গীত ও নৃত্যানুষ্ঠান ‘বর্ষামঙ্গল'


প্রকাশন তারিখ : 2019-08-11

Barshamongolবাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে আজ ২৭ আষাঢ় ১৪২৬/ ১১ জুলাই ২০১৯ সন্ধ্যা ৬টায় একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে বর্ষার সঙ্গীত নৃত্যানুষ্ঠানবর্ষামঙ্গলআয়োজন করা হয়েছে। 

 

বৃষ্টিধারা সঙ্গীতের সুর মূর্ছনায় সন্ধ্যার আয়োজনে শুরুতেই ছিলো যন্ত্রসঙ্গীত। এরপর শুভেচ্ছা বক্তব্য রাখেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। সন্তানদেরকে ঋতু বৈচিত্র উপভোগ করার সুযোগ করে দেওয়ার জন্য অভিবাবকদের প্রতি আহ্বান জানিয়ে মহাপরিচালক বলেন, ‘আমাদের অসাধারণ ছয়টি ঋতু, কিন্তু শহরে বাসে আমরা তা উপভোগ করতে পারিনা। ছয়টি ঋতু নিয়ে যেসব শিল্প আমরা নির্মান করেছি তা বিশ্বে বিরল।’

 

অনুষ্ঠানে একাডেমির সংগীত শিল্পীর সমবেদ সংগীত পরিবেশন করেন। মন মোর মেঘের সঙ্গী, এসো হে সজল শ্যাম ঘন দেয়া, অম্রৃত মেঘের বারি, আজি ঝর ঝর মুখর বাদল দিনে এবং গহন ঘন ছাইলো গানের কথায় সমবেত সঙ্গীত পরিবেশিত হয়। পরদেশী মেঘ, শাওন গগন ঘোর ঘনঘটা এবং বর্ণে গন্ধে ছন্দে গীতিতে গানের কথায় সমবেত নৃত্য পরিবেশন করবে একাডেমির নৃত্য শিল্পীবৃন্দ। একাডেমির সংগীত শিল্পীরা একক সঙ্গীত পরিবেশন করেন। ‘মেঘ বলছে যাবো যাবো’ গান পরিবেশন করবেন শিল্পী মোহনা দাস, ‘সখী বাঁধলো বাঁধলো ঝুল নিয়া’ পরিবেশন করবেন শিল্পী হিমাদ্রী রায়, ‘এই মেঘলা দিনে একলা’ গান পরিবেশন করবেন শিল্পী সোহানুর রহমান, ‘যদি মন কাঁদে তুমি চলে এসা’ পরিবেশন করবেন শিল্পী সুচিত্রা সূত্রধর, ‘আকাশ মেঘে ঢাকা’ পরিবেশন করবেন শিল্পী-আবিদা রহমান সেতু, ‘সমুদ্রের কিনারে বসে’ পরিবেশন করবেন শিল্পী হীরক সর্দার, ‘আষাঢ মাইসা ভাষা পানি রে’ গান করবেন শিল্পী রোখসানা আক্তার রূপসা, ‘শ্রাবণের মেঘগুলো’ গান করবেন শিল্পী রাফি তালুকদার। এছাড়াও রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করে শিল্পী নবনীতা, নজরুল সঙ্গীত শিল্পী ইয়াসমীন মুস্তারী, আধুনিক গান শিল্পী রফিকুল আলম এবং লোকগীতি পরিবেশন করে শিল্পী আবু বকর সিদ্দীন। অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করেন শিল্পী কৃষ্টি হেফাজ।