Wellcome to National Portal
বাংলাদেশ শিল্পকলা একাডেমি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১১ মার্চ ২০১৯

ভাষার মর্যাদা সমুন্নত রাখতে দেশব্যাপী শহীদ মিনার পরিষ্কার-পরিচ্ছন্নতা ও শিশুনাট্য কর্মশালা


প্রকাশন তারিখ : 2019-01-13

‘স্মৃতির মিনার মোর পবিত্র, ভাষার মান সমুন্নত’ শ্লোগানে দেশজুড়ে শহীদ মিনার পরিস্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির আয়োজন করা হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও পিপল্স থিয়েটার এসোসিয়েশনের যৌথ উদ্যোগে ১৩ জানুয়ারি ২০১৯ সারাদেশে জেলা শিল্পকলা একাডেমি এবং পিপল্স থিয়েটার এসোসিয়েশনসহ বিভিন্ন সংগঠন শহীদ মিনার পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশগ্রহণ করেছে।

জাতীয় ও আন্তর্জাতিকভাবে ভাষার মর্যাদা সমুন্নত রাখার লক্ষ্যে দেশব্যাপী এই আয়োজনের অংশ হিসেবে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পাঁচশতাধিক শিশুর অংশগ্রহণে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার পরিস্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পলিত হয়েছে। ১৩ জানুয়ারি সকাল সাড়ে ৯টায় কর্মসূচির উদ্বোধন করবেন একাডেমির মহাপরিচালক ও পিপল্স থিয়েটার এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা লিয়াকত আলী লাকী। কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে কার্যক্রমের সূচনা করা হয়। এরপর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিশুরা কেন্দ্রীয় শহীদ মিনার পরিস্কার পরিচ্ছন্নতায় অংশগ্রহণ করেন।

সকাল ১০টায় শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন এবং পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। এরপর শুরু হয় শিশু শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান ও চিত্রাংকন। 
‘বুকের মধ্যে আকাশ..’ এবং ‘মঙ্গল হোক এই শতকে..’ গানের সাথে নৃত্য পরিবেশন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির নৃতদল। একক সংগীত পরিবেশন করেন শিশু শিল্পী ফারিহা খালদুন, সাদিয়া সেমন্তি, মেহের জামান, সেজুতি ও শ্রাবন্তী। এছাড়াও শিশু আ্যাক্রোবেটিক দলের অ্যাক্রোবেটিক প্রদর্শনী অনুষ্ঠিত হয়। পাঁচজন শিশু চিত্রশিল্পী অনুষ্ঠানের শুরু থেকে চিত্রাংকনে অংশগ্রহণ করেন। তারা হলেন নুসরাত জাহান নুহা, শাখাওয়াত হোসেন, সাফায়েত বিন ইমরান, নাজমুল ইসলাম ও ওয়ালিদ আহমেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তামান্না তিথি ও আব্দুল্লাহ বিপ্লব।

দুপুর ২টায় একাডেমির জাতীয় নাট্যশালা সেমিনার কাক্ষে শুরু হয় শিশুনাট্য কর্মশালা। কর্মশালার মূখ্য প্রশিক্ষক হিসেবে ছিলেন শিশুবন্ধু লিয়াকত আলী লাকী। ষাটজন শিক্ষার্থীর অংশগ্রহণে কর্মশালাটি শেষ হবে বিকাল ৫টায়।