Wellcome to National Portal
বাংলাদেশ শিল্পকলা একাডেমি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৯ ডিসেম্বর ২০২৪

নেত্রকোণায় গারো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ওয়ানগালা উৎসব উদযাপন


প্রকাশন তারিখ : 2024-12-09

নেত্রকোণায় গারো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ওয়ানগালা উৎসব উদযাপন

 

"ক্ষুদ্র নৃগোষ্ঠী শব্দ অত্যন্ত অসম্মানজনক। আমরা তাদের আত্মপরিচয়ের জায়গাটি সাংবিধানিকভাবে সম্মানের সাথে আদিবাসী হিসেবে রাষ্ট্রের কাছে উপস্থাপন করতে চাই।"- মহাপরিচালক, বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

 

নেত্রকোনার বিরিশিরি ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমি ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি ঢাকা এর যৌথ আয়োজনে দিনব্যাপী গারো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ওয়ানগালা উৎসব অনুষ্ঠিত হয়েছে। ৬ ডিসেম্বর শুক্রবার বিকাল ৩ টায় দুর্গাপুর, নেত্রকোনায় এ উৎসব অনুষ্ঠিত হয়েছে।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ড. সৈয়দ জামিল আহমেদ। নেত্রকোণা জেলা প্রশাসক বনানী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক গীতিকার সুজন হাজং। বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির উপপরিচালক এস এম শামীম আকতার, উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাভিদ রেজওয়ানুল কবীর, সহকারি পুলিশ সুপার মোহাম্মদ আক্কাস আলী, ক্যাপ্টেন তাহমিদুল আলম নোমান, প্রিন্সিপাল মণীন্দ্রনাথ মারাক, ফাদার পাওয়েল, কবি জন ক্রসওয়েল খকশি প্রমুখ।

 

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক বলেন, "ক্ষুদ্র নৃগোষ্ঠী শব্দ অত্যন্ত অসম্মানজনক। আমরা তাদের আত্মপরিচয়ের জায়গাটি সাংবিধানিকভাবে সম্মানের সাথে আদিবাসী হিসেবে রাষ্ট্রের কাছে উপস্থাপন করতে চাই। এই ধরনের আয়োজন সম্প্রীতির মেলবন্ধন তৈরীতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।"

তিনি আদিবাসীদের ঐতিহ্যবাহী উৎসবসমূহ দেশব্যাপী পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।

জেলা প্রশাসক বনানী বিশ্বাস নেত্রকোনাতে জেলা শিল্পকলা একাডেমীর অডিটরিয়াম স্থাপনের দাবি জানান। প্রিন্সিপাল মণীন্দ্রনাথ মারাক আদিবাসীদের আত্মপরিচয়ের বিষয়টি নিশ্চিতের দাবি জানান।

 

আলোচনা শেষে গারো সম্প্রদায়ের সংস্কৃতি ও সম্প্রীতির কথা তুলে ধরে বিভিন্ন এলাকা থেকে আগত ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক দলসমূহের ঐতিহ্যবাহী সংগীত ও নৃত্য পরিবেশন করেন।

 

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে মাসব‌্যাপী নানান কর্মসূচী নেয়া হয়েছে এর অংশ হিসেবে আগামিকাল ৭ ডিসেম্বর ২০২৪ সারাদেশে বিভাগীয় পর্যায়ে একযোগে যন্ত্রসঙ্গীত উৎসব অনুষ্ঠিত হবে।