Wellcome to National Portal
  • 2024-08-19-10-37-82c7055215e36c7a2e88130c29ba312b
  • 2024-08-19-10-47-7122a50b710cf20a998f1f2893771f6b
  • 2024-08-19-10-49-c5c45ddbf5b3f0ac2004b96b1d0c842c
  • 2024-08-19-10-52-a9c172d6b297b784475da5b806d6cc4f
বাংলাদেশ শিল্পকলা একাডেমি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৩rd মার্চ ২০২৫

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে শুরু হয়েছে ৩ দিনব্যাপী সুফি/কাওয়ালী সংগীত বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা


প্রকাশন তারিখ : 2025-03-23

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে শুরু হয়েছে ৩ দিনব্যাপী

সুফি/কাওয়ালী সংগীত বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

 

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এবং প্রশিক্ষণ বিভাগের ব্যবস্থাপনায় শুরু হয়েছে ৩ দিনব্যাপী সুফি/কাওয়ালী সংগীত বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা। 19 মার্চ ২০২৫, বুধবার, বেলা ৩টায় জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে এই কর্মশালা শুরু হয়। ২১ মার্চ ২০২৫ তারিখ পর্যন্ত প্রতিদিন বেলা ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই কর্মশালা চলবে।

 

৩ দিনব্যাপী এই কর্মশালায় মূল প্রশিক্ষক হিসেবে রয়েছেন বিশিষ্ট কাওয়ালী শিল্পী মো: সমীর হোসেন (সমীর কাওয়াল)। উক্ত কর্মশালার কোর্স পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন প্রশিক্ষণ বিভাগের কোর্স কো-অর্ডিনেটর বেগম কামরুন নাহার এবং সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন প্রশিক্ষণ বিভাগের সিনিয়র ইন্সট্রাক্টর (সংগীত) এস এম শামীম আকতার। কর্মশালায় ১৫ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন। অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছেন মৌসুমী আক্তার, মোঃ আব্দুর রউফ, মোঃ আলি হাসান, বাউল ফারুক, মৌসুমী আকতার শ্রাবনী, ফারহানা ইসলাম মিতু, পলাশ শীল, সবিতা রাণী চৌধুরী, দিতি সরকার, রিতা মন্ডল, শিমলা আক্তার, আব্দুন নূর, তামান্না ইসলাম মেঘনা, সরদার হীরক রাজা ও ইসরাত জাহান।

 

সংগীতের সকল ধারাকে সমানভাবে গুরুত্ব দেওয়ার লক্ষ্যে সুফি ও কাওয়ালী সংগীতের বৈচিত্র্যময়তা তুলে ধরতে এই কর্মশালা আয়োজন করা হয়েছে। এই কর্মশালার মাধ্যমে সুফি ও কাওয়ালী শিল্পী তৈরি করার মধ্য দিয়ে সংগীতের বিশেষ এই ধারাকে সর্বসাধারণের মাঝে প্রচার ও প্রসার ঘটানোই কর্মশালার উদ্দেশ্য।