বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ডিসেম্বর মাসজুড়ে নানান কর্মসূচী নিয়ে সংবাদ সম্মেলন : আগামী ৪ ডিসেম্বর ২০২৪, সময়: বিকাল ৪.০০ টায়
বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ডিসেম্বর মাসজুড়ে সারাদেশে জেলা, বিভাগ এবং কেন্দ্রীয় পর্যায়ে নানান কর্মসূচী নেয়া হয়েছে। এ লক্ষ্যে আগামী ৪ ডিসেম্বর ২০২৪, বুধবার, বিকাল ৪.০০ টায় একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ড. সৈয়দ জামিল আহমেদ।
মাসব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে বিভাগীয় পর্যায়ে একযোগে জাতীয় যন্ত্রসংগীত উৎসব ২০২৪, কাওয়ালি মাহফিল, গণঅভ্যুত্থানের গান, ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স, বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের অনুষ্ঠান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অঙ্কিত গ্রাফিতিকে উপজীব্য করে “জুলাই ২০২৪” শীর্ষক নকশিককাঁথা তৈরির কর্মশালা, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে আলোকচিত্র প্রশিক্ষণ, পাক্ষিক বাহাস সিরিজ, সাধুমেলা, বটতলা, দেশনাটক, বাতিঘর ও বিবর্তন এর নাট্য প্রদর্শনী, শহীদ বুদ্ধিজীবী দিবস পালন, মহান বিজয় দিবস পালন, ভ্রাম্যমান সাংস্কৃতিক অনুষ্ঠান, অংশগ্রহণমূলক অ্যাকশন রিসার্চ ও প্র্যাকটিস এজ রিসার্চ এর আলোকে জেলায় জেলায় শিল্পীদের জন্য গবেষণা বৃত্তি ঘোষণা ও প্রস্তাব আহবান, ৬৪ জেলায় জাতীয় নাট্যকর্মশালা, ভাওয়াইয়া গানের অনুষ্ঠান, প্রাচ্যনাট এর নাট্য প্রদর্শনী, লোকসাংস্কৃতিক অনুষ্ঠান, পাঁচ জেলায় আর্ট লাইব্রেরি পরিবর্ধন, অপেরা এর নাট্যপ্রদর্শনী, পোস্টারে জুলাই অভ্যুত্থান ও নতুন ওয়েব জার্নাল প্রকাশ ও অনান্য।
সংবাদ সম্মেলনে মাসব্যাপী কার্যক্রমের বিস্তারিত তুলে ধরা হবে।