বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ‘গণজাগরণের পুতুলনাট্য উৎসব-২০২৩’ শুরু হবে আগামীকাল
‘শিল্প সংস্কৃতি ঋদ্ধ সৃজনশীল মানবিক বাংলাদেশ’ গড়ার অভিলক্ষ্যে ‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় শিল্প নিয়ে পৌঁছে যাবো আমরা উন্নতির শিখরে’ এই প্রতিপাদ্য নিয়ে ‘গণজাগরণের শিল্প আন্দোলন’ কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। সংস্কৃতির সবচাইতে শক্তিশালী মাধ্যম হলো লোক সংস্কৃতি যার অন্যতম আঙ্গিক পুতুলনাট্য। লোক শিক্ষার অন্যতম বাহন এটি; যুগে যুগে যা তাঁর উপস্থাপনা ও প্রয়োগ শৈলীর মাধ্যমে বিষয়বস্তু, সময় এবং পরিস্থিতিকে ব্যাখ্যা করে মানুষের আত্নিক উন্নয়নের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের সামষ্টিক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। উন্নয়ন প্রক্রিয়ায় সর্বসাধারণকে সম্পৃক্ত ও অনুপ্রাণীত করতে বিষয়ভিত্তিক পুতুলনাট্য প্রদর্শনী অত্যন্ত কার্যকরী কৌশল। বাংলাদেশ তাঁর অভিষ্ট লক্ষ্যের দিকে এগিয়ে চলছে। এই সামগ্রিক উন্নয়নের টেকসই রুপায়নে সকল শ্রেণি, সম্প্রদায়ের মানুষকে সম্পৃক্ত ও অনুপ্রাণিত করতে বাংলাদেশ শিল্পকলা একাডেমি দেশব্যাপী ৩০টি পুতুলনাট্য দলের পরিবেশনায় ১২০ টি স্থানে ‘গণজাগরণের পুতুলনাট্য উৎসব -২০২৩’ আয়োজন করেছে। আগামী ২৯ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর ২০২৩ তারিখ পর্যন্ত উক্ত উৎসব আয়োজিত হবে।