বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে
বিজয়ের মাসে খুলনায় শুরু হলো ৭ দিনব্যাপী যাত্রা উৎসব ২০২৪
বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের আয়োজনে এবং খুলনা জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় বিজয়ের মাসে শুরু হলো ৭ দিনব্যাপী যাত্রা উৎসব ২০২৪। আজ ১৯ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার খুলনার হাটবাতী সংলগ্ন জেলা কেন্দ্র আশ্রম, বটিয়াঘাটায় এই যাত্রা উৎসব শুরু হয়। বিপ্লবোত্তর নতুন বাংলাদেশে শিল্পসংস্কৃতির কার্যক্রম বেগবান করতে এবং সমগ্র দেশে তা বিস্তৃতি ঘটাতে বাংলাদেশ শিল্পকলা একাডেমি কর্তৃক নিবন্ধকৃত যাত্রাদলের বাছাইকৃত যাত্রাপালা এই উৎসবে পরিবেশিত হবে। আজ উৎসবের উদ্বোধনী দিনে পরিবেশিত হয়েছে যাত্রাপালা ‘লালন ফকির’। যাত্রাদল গোধূলি অপেরা’র পালার পরিচালনায় ছিলেন পরিতোষ জোয়ারদার এবং পালাকার ছিলেন দেবেন্দ্রনাথ।
আগামীকাল ২০ ডিসেম্বর ২০২৪
পরিবেশিত হবে যাত্রাপালা ‘নিহত গোলাপ’। যাত্রাদলের নাম- চৈতালি অপেরা, পালাকার-আগন্তুক, পরিচালনায়- কবির খান।
২১ ডিসেম্বর ২০২৪
পরিবেশিত হবে যাত্রাপালা ‘দেবী সুলতানা’। যাত্রাদলের নাম- স্বদেশ অপেরা, পালাকার- ভৈরবনাথ গঙ্গোপাধ্যায়, পরিচালনায়- লাবণ্য সরকার।
২২ ডিসেম্বর ২০২৪
পরিবেশিত হবে যাত্রাপালা ‘ডাইনী বধূ’। যাত্রাদলের নাম- দি চ্যালেঞ্জার, পালাকার- শক্তিপদ সিংহ, পরিচালনায়- ওয়াসিম আসকর।
২৩ ডিসেম্বর ২০২৪
পরিবেশিত হবে যাত্রাপালা ‘আনারকলি’। যাত্রাদলের নাম- আদি রংমহল অপেরা, পালাকার- প্রসাদকৃষ্ণ ভট্টাচার্য, পরিচালনায়: প্রদীপ কির্ত্তুনীয়া।
২৪ ডিসেম্বর ২০২৪
পরিবেশিত হবে যাত্রাপালা ‘মানবী দেবী’। যাত্রাদলের নাম- নিউ সবুজ অপেরা, পালাকার- নির্মল মুখোপাধ্যায়, পরিচালনায়: অজয় সরকার।
২৫ ডিসেম্বর ২০২৪
পরিবেশিত হবে যাত্রাপালা ‘নাচমহল’। যাত্রাদলের নাম- সুন্দরবন অপেরা, পালাকার- ভৈরবনাথ গঙ্গোপাধ্যায়, পরিচালনায়: অবনী মল্লিক।