Wellcome to National Portal
বাংলাদেশ শিল্পকলা একাডেমি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১২ ডিসেম্বর ২০২৪

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে হরিজন সম্প্রদায়কে নিয়ে অনুষ্ঠিত হয়ে গেলো ৩ দিনব্যাপী আলোকচিত্র প্রশিক্ষণ; প্রদর্শনীতে ওঠে এলো ১৫০ মোবাইল ছবি


প্রকাশন তারিখ : 2024-12-12

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে হরিজন সম্প্রদায়কে নিয়ে অনুষ্ঠিত হয়ে গেলো ৩ দিনব্যাপী

আলোকচিত্র প্রশিক্ষণ; প্রদর্শনীতে ওঠে এলো ১৫০ মোবাইল ছবি

 

গৃহবধু, তরুণ-তরুণীসহ হরিজন সম্প্রদায়ের ১৫ জন প্রশিক্ষণার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত হয়ে গেলো আলোকচিত্র প্রশিক্ষণ। ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শেষে তাদের নিজেদের মোবাইল ফোনে তোলা ছবি নিয়ে আজ বুধবার সন্ধ্যায় প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছ। হরিজন পল্লীতে প্রশিক্ষণার্থীদের নিজেদের ঘরের দেয়ালে প্রায় ১৫০ ছবি প্রদর্শিত হয়েছে। আজ সমাপনী দিনে আলোকচিত্র প্রদশর্নী পরিদর্শন করতে পুরান ঢাকার মিরনজিল্লা হরিজন পল্লীতে যান বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ড. সৈয়দ জামিল আহমেদ। পরিদর্শন শেষে সবার সাথে মতবিনিময় করেন মহাপরিচালক।

তিনি বলেন, “শৈল্পিক ভাষা প্রকাশের জন্য যে অস্ত্রের ব্যবহার জানা প্রয়োজন, এই ১৫ জন তরুণ-তরুণী,  এবং গৃহবধু সেই শৈল্পিক অস্ত্রের ব্যবহার শিখেছে। আমরা কেবল ‘শিক্ষিত’, ‘মধ্যবিত্ত’দের এই দৃষ্টিতে দেখে এসেছি। তথাকথিত ‘নিম্নস্তরের’ যারা তাদের মাধ্যমেও আমরা শৈল্পিক বিপ্লব ঘটাতে পারি। তারা কিভাবে তাদের জীবনকে দেখতে চায় সেটা আমরা এই প্রশিক্ষণ এবং প্রদর্শনীর মাধ্যমে দেখতে পেয়েছি। এই কিশোররা যারা ‘ক্লিনার’ হিসেবে পরিচিত তারাও প্রশিক্ষণে অংশ নিয়ে নিজেদের ভাবনাগুলো তুলে ধরেছে যা দেখে মুগ্ধ হয়েছি।“

বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ বিভাগের আয়োজনে ‘আমাদের গল্প আমরাই বলবো, মেহনতি জনতার জন্য আলোকচিত্র প্রশিক্ষণ’ শুরু হয় গত ৯ ডিসেম্বর ২০২৪, প্রতিদিন সকাল ১০টা-বিকাল ৫টা পর্যন্ত। প্রশিক্ষণে ছবি তোলার কারিগরি ও শিক্ষণীয় বিষয়গুলো তুলে ধরেন প্রশিক্ষণ। হরিজন সম্প্রদায়কে নিয়ে এ প্রশিক্ষণ সমন্বয় করেন ফটোগ্রাফার জান্নাতুল মাওয়া। একাডেমির বিভাগ থেকে কর্মশালা সমন্বয় করেছেন ইন্সট্রাক্টর (নাটক) শেখ মুহম্মদ এহসানুর রহমান।

পরবর্তী কার্যক্রমে আগামী ১৩-১৫ ডিসেম্বর, কমলাপুর রেল স্টেশনে কুলি সম্প্রদায়কে নিয়ে; ১৫-১৭ ডিসেম্বর সেগুনবাগিচায় গৃহ শ্রমিকদের নিয়ে; ২৪-২৬ডিসেম্বর গাজী সরণী-২, পূর্ব বাড্ডায় রিকশা শ্রমিকদের নিয়ে এবং ২৭-২৯ ডিসেম্বর গার্মেন্টস শ্রমিকদের নিয়ে আশুলিয়ার গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরাম নরসিংহপুরে  অনুষ্ঠিত হবে। 

৫ টি সম্প্রদায়ের অংশগ্রহণে সংগৃহীত আলোকচিত্র নিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে প্রশিক্ষণের আয়োজন করা হবে।

জুলাই বিপ্লবে সক্রিয় ভূমিকা রাখা নাগরিকরা নানাভাবে তথ্য দিয়ে আন্দোলনের পুরো স্পিরিটটা ধরে রেখেছিলেন । তাদের একটা বড় অংশ ছিলো শ্রমজীবী মানুষ। যারা ঝুঁকি নিয়ে অত্যাচারের ভয়বহতা মোবাইলে তুলে সারা বিশ্বকে জানিয়েছিলেন। সেই প্রেক্ষাপটে নাগরিক সাংবাদিকতাকে আরও উৎসাহিত করতে এবং আন্দোলনকালীন তাদের ভাবনাগুলো উপস্থাপনের লক্ষ্যে শিল্পকলা একাডেমির এই আয়োজন। শ্রমজীবী মানুষের পাশাপাশি কিশোর-কিশোরীদের নিয়েও এই আয়োজনকে জেলা পর্যায়ে বিস্তার ঘটানোর পরিকল্পনা রয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির।