Wellcome to National Portal
বাংলাদেশ শিল্পকলা একাডেমি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৬ এপ্রিল ২০১৯

বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে দিনভর বাংলা নববর্ষ উদযাপন


প্রকাশন তারিখ : 2019-04-14

বাংলাদেশ শিল্পকলা একাডেমি শিল্প সংস্কৃতি ঋদ্ধ সৃজনশীল মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে সাংস্কৃতিক কর্মযজ্ঞ পরিচালনা করে যাচ্ছে। দুই দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে বাংলা বছর ১৪২৫ বিদায় এবং বাংলা বর্ষবরণ ১৪২৬ উদযাপন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। ১৩ ও ১৪ এপ্রিল ২০১৯ একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে দুই দিনের এই আয়োজনে পরিবেশিত হয় বিভিন্ন ঐতিহ্যবাহী লোকজ পরিবেশনা- লাঠি খেলা, ক্ষুদ্র নৃগোষ্ঠী নৃত্য, ঢাক-ঢোল পরিবেশনা, লোকনৃত্য, সাইদুলের কিচ্ছ এবং অ্যাক্রোবেটিক প্রদর্শনী।

বাংলা নববর্ষ ১৪২৬ উদযাপন উপলক্ষে ১৪এপ্রিল ২০১৯, রবিবার সকাল ৮টায় সোহরাওয়ার্দী উদ্যানে সমবেত নৃত্য পরিবেশন করে দিপা খন্দকারের নৃত্য পরিচালনায়  এসো হে বৈশাখ গানের কথায় দিব্য সাংস্কৃতিক দল, মঙ্গল হোক এই শতকে এবং দোলে নাগর দোলে গানের কথায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি নৃত্যদলের লোকনৃত্য ও দলীয় নৃত্য, সায়লা আহমেদ লিমা নৃত্য পরিচালনায় উৎসবে বাংলাদেশ গানের কথায় ভঙ্গিমা, একক সংগীত পরিবেশন করে তুমি বিনে আকুল পরাণ গানের কথায় শিল্পী শিরিন আক্তার, তুমি বন্ধু কেমন বন্ধু গানের কথায় আরিফ চৌধুরী, নারী হয় লজ্জাতে লাল গানের কথায় সরদার হীরক রাজা, পূবালী বাতাসে বাদাম তুইলা গানের কথায় রুকসানা রূপসা, বকুল ফুল বকুল ফুল গানের কথায় শারমিন আহমেদ নূপুর, প্রেম রসিক হব কেমনে গানের কথায় মৌসুমী, তুমি আমার আমি তোমার গানের কথায় স্বপ্না পাল, ও মুই ভাত চড়াইসুং রে

নববর্ষ উদযাপন

গানের কথায় টফি, রাত পোহালে পাখি বলে গানের কথায় সমীর বাউল এবং পহেলা বৈশাখের সকালে গানের কথায় শিল্পী শরীফ সাধু। এছাড়াও পরিবেশিত হয় বাংলাদেশ শিল্পকলা একাডেমি অ্যাক্রোবেটিক দলের পরিবেশনায় অ্যাক্রোবেটিক প্রদর্শনী এবং নড়াইলের বীর শ্রেষ্ঠ নূরমোহাম্মদ লাঠিখেলা দলের পরিবেশনায় গ্রামীণ লাঠিখেলা।

বেলা ৩টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে শুরু হয় দ্বিতীয় পর্বের আয়োজন। পরিবেশনার মধ্যে ছিলো রিপন এর নৃত্য পরিচালনায় এসো হে বৈশাখ গানের কথায় দলীয় নৃত্য, নড়াইলের বীর শ্রেষ্ঠ নূরমোহাম্মদ লাঠিখেলা দলের পরিবেশনায় গ্রামীণ লাঠিখেলা, নারায়নগঞ্জ এর হা-ডু-ডু দলের পরিবেশনায় হা-ডু-ডু খেলা, বাংলাদেশ শিল্পকলা একাডেমি অ্যা

ক্রোবেটিক দলের পরিবেশনায় অ্যাক্রোবেটিক প্রদর্শনী, দোলে নাগর দোলে গানের কথায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিবেশনায় দলীয় নৃত্য, ফারহানা চৌধুরী বেবীর পরিচালনায় লাল সাদা ঐ শাড়ীর আঁচল এবং তোমার ঘরে বাস করে কারা গানের কথায় বাংলাদেশ একাডেমি অফ ফাইন আর্টস (বাফা) পরিবেশন করে দলীয় নৃত্য,  বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিবেশনায় কোরাস গান, আইলো আইলো আইলোরে গানের কথায় ওয়ারদা রিহ্যাব এর পরিচালনায় দলীয় নৃত্য, বার মাসে তের পার্বণ গানের কথায় এম. আর ওয়াসেক এর পরিচালনায় দলীয় নৃত্য, একক সং

গীত পরিবেশন করে শিল্পী জাফর আহমেদ-ঝিলমিল ঝিলমিল ঝিলের জলে, নাজিয়া বৃষ্টি- কালায় প্রাণটি নিল, উপমা- আমার ঘুম ভাঙ্গাইয়া গেলোরে, বর্ণলী সরকার- আমি ময়না মতির শাড়ী, ইবনে খালদুন রাজন- ফাগুনের মোহনায়, সুচিত্রা সূত্রধর- বাজেরে বাজে ঢোল এবং অন্তরা রহমান পরিবেশন করে তোমারে পুষিলাম কত আদরে। এছাড়াও একক সংগীত পরিবেশন করে শিল্পী আল আমিন, বিউটি, কমালিকা, উদয় বন্দোপাধ্যায় এবং শাহনাজ রহমান সুমি। আয়োজনে আরো ছিল নওগাঁ’র সাইদুলের কিসসা, লোকনাট্য অংশবিশেষ পরিবেশন করে পদাতিক নাট্য সংসদ টিএসসি এবং শব্দ নাট্য চর্চা কেন্দ্র: , আবৃত্তি করে শিল্পী ডালিয়া আহমেদ ও জয়ন্ত চট্টোপাধ্যায় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি অ্যাক্রোবেটিক দলের পরিবেশনায় পরিবেশিত হয় অ্যাক্রোবেটিক প্রদর্শনী।

 

বাংলা বছরের বিদায় উপলক্ষে ৩০ চৈত্র ১৪২৫/১৩ এপ্রিল ২০১৯ বিকাল ৪টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির উন্মুক্ত প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় চৈত্র সংক্রান্তির আয়োজন। বৈরী আবহাওয়ার কারণে একাডেমি প্রাঙ্গণ থেকে আয়োজন সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনের সামনে স্থানান্তর করে সংক্ষিপ্ত পরিসরে শেষ করা হয়। পরিবেশনার মধ্যে ছিলো নড়াইলের বীরশেষ্ঠ নূর মোহাম্মদ লাঠিখেলা দল পরিবেশন করে ঐতিহ্যবাহী লাঠিখেলা এবং ঢাক-ঠোল।