মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা'র ৭৭তম জন্মদিন উপলক্ষ্যে তিন দিনব্যাপী কর্মসূচী
বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যের লালন, সংরক্ষণ ও বিকাশের লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রতিষ্ঠা করেন। তাঁরই সুযোগ্য কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা-এঁর নির্দেশে শিল্প-সংস্কৃতি ঋদ্ধ সৃজনশীল মানবিক বাংলাদেশ গঠনের রুপকল্প নিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা-এঁর ৭৭তম জন্মদিন উদযাপন উপলক্ষ্যে একাডেমির আয়োজনে আগামী ২৭-২৯ সেপ্টেম্বর ২০২৩ দেশব্যাপী তিন দিনের অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানমালা:
-২৭ সেপ্টেম্বর ২০২৩, বিকাল ৪.০০ টায় একাডেমির জাতীয় চিত্রশালার ২ ও ৪ নং গ্যালারীতে মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনা’র উপর অঙ্কিত চিত্রকর্ম প্রদর্শনীর উদ্বোধন করা হবে।
-২৮ সেপ্টেম্বর ২০২৩, সকাল ১০.৩০ টায় একাডেমির উন্মুক্ত মঞ্চে বরেণ্য চিত্রশিল্পীদের অংশগ্রহণে ‘‘উন্নয়নের চারুশিল্প’’ শীর্ষক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র উপর আর্টক্যাম্প এর উদ্বোধন করা হবে।
-২৯ সেপ্টেম্বর ২০২৩, বিকাল ৩.৩০ টায় একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে অনুষ্ঠিত হবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র রচিত গ্রন্থাবলী নিয়ে পাঠচক্র; বেলা ৪.৩০ টায় একাডেমির নাট্যশালার সামনে থেকে শিল্পীদের অংশগ্রহণে আয়োজিত হবে শোভাযাত্রা এবং বিকাল ৫ টায় একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।