Wellcome to National Portal
বাংলাদেশ শিল্পকলা একাডেমি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২১st নভেম্বর ২০২৪

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে আগামীকাল ২১ নভেম্বর মানিকগঞ্জে অনুষ্ঠিত হবে ‘সাধুমেলা’


প্রকাশন তারিখ : 2024-11-21

 

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে

আগামীকাল ২১ নভেম্বর মানিকগঞ্জে অনুষ্ঠিত হবে ‘সাধুমেলা’

 

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে আগামীকাল ২১ নভেম্বর ২০২৪ বৃহস্পতিবার বিকাল ৫:০০ টায় মানিকগঞ্জে অনুষ্ঠিত হবে ‘সাধুমেলা’। জেলা শিল্পকলা একাডেমি মানিকগঞ্জ এর ব্যবস্থাপনায় মানিকগঞ্জ সদরের হাটিপাড়া ইউনিয়ন সংলগ্ন বাজারের বটতলায় এই ‘সাধুমেলা’ আয়োজিত হবে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মানিকগঞ্জ-এর জেলা প্রশাসক ড. মনোয়ার হোসেন মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রযোজনা বিভাগের পরিচালক আব্দুল হালিম চঞ্চল। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জেলা শিল্পকলা একাডেমি মানিকগঞ্জ-এর জেলা কালচারাল অফিসার সেলিনা সাঈয়েদা সুলতানা আক্তার।

সাধুমেলায় দলীয় সংগীত ‘এলাহী আলমিন গো আল্লাহ’ পরিবেশন করবেন সেন্টু ও তার দল এবং একক সংগীত ‘এসো হে দয়াল কান্ডারী’ পরিবেশন করবেন যোগী ফকির। এরপর দলীয় সংগীত ‘আল্লাহ বলো মনরে পাখি’ পরিবেশন করবেন গফুর ও তার দল এবং একক সংগীত ‘চরণ ছাড়া করোনা হে দয়াল হরি’ পরিবেশন করবেন রেহেনা পারভীন। একক সংগীত ‘লোকে বলে লালন ফকির কোন জাতের ছেলে’ পরিবেশন করবেন জালাল মিয়া এবং দলীয় সংগীত ‘যেখানে সাঁইর বারামখানা’ পরিবেশন করবেন রেজুয়ানুল ও তার দল। ধারাবাহিক পরিবেশনায় একক সংগীত ‘কবে সাধুর চরণ ধুলি মোর লাগিবে গায়’ পরিবেশন করবেন বিউটি পারভীন, ‘মিছে মায়ায় মজিয়ে মন কি করো রে’ পরিবেশন করবেন মো: অসীম উদ্দিন এবং দলীয় সংগীত ‘ধন্য ধন্য বলি তারে’ পরিবেশন করবেন হযরত আলী শাহ্‌ ও তার দল। এরপর একক সংগীত ‘ভেবেছো কামার বেটারে ফাঁকিতে ফেলেছি’ পরিবেশন করবেন রাসেল শাহ্‌ ও ‘নৈরাকারে ভাসছে রে এক ফুল’ পরিবেশন করবেন অর্পা খন্দকার। সবশেষে দলীয় সংগীত ‘মিলন হবে কত দিনে’ পরিবেশন করবেন সীমান্ত ও তার দল । এছাড়াও সংগীত পরিবেশন করবেন শিল্পী হিরক সরদার, আবিদা রহমান সেতু এবং রোকসানা আক্তার রুপসা। সাধুমেলা সকলের জন্য উন্মুক্ত।