“৬ষ্ট জাতীয় ভাষ্কর্য প্রদর্শনী ৩৬০ডিগ্রি ভিআর গ্যালারী/ প্রদর্শনী”
বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রযোজনা বিভাগ বিগত সময়ে নানা অনিয়মে যুক্তছিল এবং কার্যকরী কোন বিভাগ হিসাবে সক্রিয় ছিল না এর প্রতিষ্ঠালগ্ন থেকেই। বাংলাদেশ শিল্পকলা একাডেমির বর্তমান মহাপরিচালক ড. সৈয়দ জামিল আহমেদ দায়িত্ব গ্রহণের সাথে সাথেই এই বিভাগে শিল্পকলার নতুন মাধ্যম সমূহের প্রসার, প্রশিক্ষণ ও সংরক্ষণের লক্ষ্যে নতুন করে গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করেন। নতুন মাধ্যম সমুহের মধ্যে এআর/ভিআর, টুডি/থ্রিডি এনিমেশন, গেমস, কমিক আর্ট, কম্পিউটার-জেনারেটিভ আর্ট, রোবোটিক্স, কাইনাটিক আর্ট ইত্যাদি বিষয়ে আগামী জুন পর্যন্ত প্রযোজনা বিভাগ নানা প্রদর্শনী, প্রশিক্ষণ, সেমিনার ও উৎসবের আয়োজন করার পরিকল্পনা হাতে নিয়েছে।
নতুন এই কর্মপরিকল্পনার প্রথম পদক্ষেপ হিসাবে প্রযোজনা বিভাগের তত্ত্বাবধানে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে প্রথম ভি আর গ্যালারি (ভার্চুয়াল রিয়ালিটি) স্থাপন ও প্রদর্শনী হতে যাচ্ছে। প্রথম আয়োজনে ৬ষ্ট জাতীয় ভাস্কর্য প্রদর্শনীটি বাংলাদেশ শিল্পকলা একাডেমির ওয়েব সাইটে ৩৬০ ডিগ্রি ভি আর(ভার্চুয়াল রিয়ালিটি) গ্যালারি হিসাবে স্থায়ী প্রদর্শীত হবে এবং একি সাথে বাংলাদেশ শিল্পকলার জাতীয় চিত্রশালা মিলনায়তনের ৫নং গ্যালারিতে ভি আর হেড সেটের মাধ্যেম ভার্চুয়াল প্রদর্শনী চলতে থাকবে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রাণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব শারমীন এস. মুরশিদ একই সাথে ৬ষ্ট জাতীয় ভাষ্কর্য প্রদর্শনী এবং ৬ষ্ট জাতীয় ভাষ্কর্য প্রদর্শনী ৩৬০ডিগ্রি ভি আর গ্যালারী/প্রদর্শনী শুভ উদ্বোধন করবেন, ২১ ডিসেম্বর ২০২৪, শনিবার, বিকাল ৪ঃ০০ টা।
প্রদর্শনীটি ২১ ডিসেম্বর ২০২৪ থেকে ১৯ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
“পোস্টারে জুলাই গণঅভ্যুথ্থান”
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই গণ অভ্যুত্থানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্র-জনতা, শিল্পী বুদ্ধিজীবীসহ নানা পেশাজীবীরা সক্রিয় ভূমিকা পালান করেছিল। ৭১ এ মুক্তিযুদ্ধে যেমন বাংলদেশের শিল্পীদের অসামান্য অংশগ্রহণ ছিল, মুক্তিযুদ্ধের সময়ে প্রচারিত পোস্টারগুলা যেমন আমাদের ইতিহাসের অসামান্য দলিল হয়ে আছে তেমনি সামাজিক যোগাযোগ মাধ্যমে জুলাই অভ্যুত্থানে প্রচারিত নানা শিল্পীর কার্টুন, পোস্টারও ইতিহাসের অংশ হয়ে উঠেছে। এর মধ্যে উল্লেখাযোগ্য শিল্পী দেবাশিষ চক্রবর্তি। বিগত কয়েক বছর যাবত তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার আঁকা পোস্টার নিয়ে প্রতিবাদে করেছেন, নানা গুরত্বপুর্ণ সামাজিক-রাজনৈতিক বিষয়ে পোস্টারের মাধ্যে নিজের রাজনৈতিক ভাষ্য হাজির করেছেন যা দ্রুতই গণ মানুষের ভাষ্য হয়ে উঠত।
গণ মানুষের আকাঙ্ক্ষা যেমন তার পোস্টারে জেগে উঠেছে তেমনি পোস্টার শিল্পের শৈলীগত দিক থেকেও তা অনন্য হয়ে উঠেছে বাংলাদেশের শিল্পের ইতিহাসে।
বাংলাদেশের শিল্প ও গণঅভ্যূত্থানের গুরুত্ব বিবেচনায় শিল্পী দেবাশিষের জুলাই অভ্যূত্থানে করা শতাধিক পোস্টারের মধ্যে থেকে বাছায়কৃত ২০টি পোস্টার নিয়ে লাইভ এবং এআর ও ভিআর প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে, যা বাংলাদেশ শিল্পকলা একাডেমির ভিআর গ্যালারীতে স্থায়ীভাবে সংরক্ষিত হবে তেমনি বিভিন্ন জেলায় প্রযোজনা বিভাগের তত্ত্বাবধানে ভিআর প্রদর্শনীর ব্যবস্থা থাকবে।
শিল্পীর পোস্টারের বিষয়ের নানা পরিপ্রেক্ষিত ও কন্টেক্সট এআর ও ভিআর মাধ্যেমে উপস্থাপন করা হবে। যেখানে নির্দিষ্ঠ পোস্টারের কন্টেক্স ও পরিপ্রেক্ষিতের নানা গঠনা, তথ্যচিত্র, অডিও, ভিডিও ভিআর কন্ট্রোলারের মাধ্যেমে দর্শক ইন্টারেক্টিভ পদ্ধতিতে দেখার প্রয়াস পাবে।