বাংলাদেশ শিল্পকলা একাডেমি একাডেমির জাতীয় চিত্রশালা ভবনের 1 ও 6 নং গ্যালারীতে 28 সেপ্টেম্বর 27 অক্টোবর 2019 মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিন‘র সংগ্রামী জীবনের বিভিন্ন পর্যায়ের আলোকচিত্র এবং তাকে নিয়ে সৃজিত শিল্পকর্মের মাসব্যাপী ‘শেখ হাসিনা বাংলাদেশের স্বপ্রসারথি’ শীর্ষক প্রদর্শনীর আয়োজন করা হয়েছে ।
28 সেপ্টেম্বর 2019 শনিবার সন্ধ্যা 6টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাসব্যাপী প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব কে এম খালিদ এমপি এবং জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সম্মানিত মহাপরিচালক ঋত্বিক নাট্যপ্রাণ শিশুবন্ধু জনাব লিয়াকত আলী লাকী। শুভেচ্ছা বক্তব্য রাখেন একাডেমির সচিব বদরুল আনম ভূঁইয়া। জাতীয় চিত্রশালার ১নং গ্যালারির ফিতা কেটে উদ্বোধনের পর ১ ও ৬ নং গ্যালারী পরিদর্শন করেন অতিথিবৃন্দ। এরপর জাতীয় নাট্যশালা মিলনায়তনে আলোচনা ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয় ।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার রয়েছে বর্ণাঢ্য রাজনৈতিক জীবন। তাঁর নেতৃত্বে অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় ২০৪১ সালে উন্নত দেশে পরিণত হওয়ার পথে দৃপ্ত প্রত্যয়ে এগিয়ে চলছে বাংলাদেশ । বাঙালির স্বপ্নসারথি, উন্নয়নের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংগ্রামী জীবনের বিভিন্ন পর্যায়ের আলোকচিত্র এবং শিল্পকর্ম নিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমি মাসব্যাপী প্রদর্শনীর আয়োজন করেছে। প্রদর্শনীতে স্থান পাওয়া শিল্পকর্মগুলো প্রধানমন্ত্রীর উন্নয়ন কর্মকাণ্ড ও বর্ণাঢ্য কর্মময় জীবনের শিল্পভাষ্যের উন্মোচন। এই আলোকচিত্র ও শিল্পকর্মগুলোর মধ্যে জননেত্রী শেখ হাসিনাকে শিল্পের একক আবহে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় প্রদর্শনী শেষে পরবর্তীতে ছবিগুলো নিয়ে জেলা পর্যায়েও প্রদর্শনী আয়োজন করা হবে। আলোকচিত্রগুলো সংগ্রহ ও সংকলনের সহযোগিতা করেছেন জয়ীতা প্রকাশনী।
গত 28 আগস্ট থেকে 28 সেপ্টেম্বর জাতীয় চিত্রশালার চিত্রকলা স্টুডিওতে অনুষ্ঠিত শতচিত্রে জননেত্রী শীর্ষক মাসব্যাপী আর্টক্যাম্পে ১০০টি চিত্রকর্ম সৃজিত হয়েছে। অংশগ্রহণকারী শিল্পীদরা হলেন আব্দুর রব খান, তিতাস চাকমা, জয়ন্ত সরকার জন, সৈয়দা তামান্না আফরোজ, শিবলী হাওলাদার, শ্রীকান্ত রায় সুবীর, সুরভী আক্তার, শুভ্র তালুকদার, সুজন মাহাবুব ও সৌরভ ধর।
শিল্পকর্ম প্রদর্শনীতে 1নং গ্যালারীতে 231টি আলোকচিত্র, 6নং গ্যালারীতে 133টি চিত্রকর্ম, 4টি স্থাপনাশিল্প নির্মাণ, 1 ও 6 নং গ্যালারীতে 5টি ভিডিও ইনস্টেলেশন, মাননীয় প্রধানমন্ত্রীর উপর প্রকাশিত বইসমূহের প্রদর্শনী, জাতীয় চিত্রশালা মিলনায়তনে 10টি আলোচনা সভার আয়োজন, জাতীয় চিত্রশালা প্লাজায় 32 ফিট/43 ফিট সাইজে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিকৃতি অংকন (যাহা 5/6 সাইজের 72টি ক্যানভাসে) করা হবে।
মাননীয় প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে এ্যাক্রোলিক ক্যানভাসে অংকিত আর্টক্যাম্পে অংশগ্রহণকারী 33জন শিল্পীর তালিকা: শিল্পী সমরজিৎ রায় চৌধুরী, শিল্পী অলকেশ ঘোষ, শিল্পী আতিয়া ইসলাম এ্যানি, শিল্পী শাহজাহান আহমেদ বিকাশ, শিল্পী বিশ্বজিৎ গোস্বামী, শিল্পী দুলাল চন্দ্র গাইন, শিল্পী এম এম ময়েজউদ্দিন, শিল্পী বীরেন সোম, শিল্পী অনুকুল চন্দ্র মজুমদার, শিল্পী শহিদুজ্জামান, শিল্পী অভিজিৎ চৌধুরী, শিল্পী মোঃ আলপ্তগীন তুষার, শিল্পী আব্দুল মোমেন মিল্টন, শিল্পী দেওয়ান মিজান, শিল্পী কামাল উদ্দিন, শিল্পী আব্দুস সাত্তার তৌফিক, শিল্পী সুমন ওয়াহিদ, শিল্পী মনজুর রশিদ, শিল্পী সর্বরী রায় চৌধুরী, শিল্পী কারু তিতাস, শিল্পী সমীরণ চৌধুরী, শিল্পী সোহাগ পারভেজ, শিল্পী রবিউল ইসলাম, শিল্পী মোঃ আজমীর হোসেন, শিল্পী মোঃ আশরাফুল হাসান, শিল্পী উত্তম কুমার সাহা, শিল্পী রাকিব হাসান, শিল্পী শাহানুর রহমান, শিল্পী জয়ন্ত সরকার জন, শিল্পী জিল্লুর হোসেন টিটন, শিল্পী আরিফুর রহমান তপু, শিল্পী তিতাস চাকমা ও শিল্পী সুজন মাহাবুব।
প্রদর্শনীর বিস্তারিত তুলে ধরার জন্য গত ২৬ সেপ্টেম্বর ২০১৯ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা সেমিনার কক্ষে বিকাল সাড়ে ৪টায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।
#
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র জন্মদিন উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র জন্মদিন উপলক্ষে আজ 28 সেপ্টেম্বর 2019 শনিবার বিকাল 4টায় একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে জন্মদিনের বর্ণাঢ্য আয়োজন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।
আয়োজনের শুরুতেই আনন্দলোকে মঙ্গলালোকে গানের সাথে আলোক প্রাজ্জ্বলনে অংশ নেয় সঞ্চ ও মিলনায়তন মিলিয়ে প্রায় হাজারো শিশু ও অভিভাবক। এরপরে আয়োজনে ছিল মাননীয় প্রধানমন্ত্রীর 73তম জন্মদিন উপলক্ষে নৃত্যশিল্পী ইমনের সহযোগিতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও পিপলস লিলট থিয়েটারের 73 জন শিশুশিল্পী কোরিওগ্রাফি, আজ কেন মোর প্রাণসজনী গো এবং বুকের ভিতর আকাশ নিয়ে গানের সাথে 2টি সমবেত নৃত্য পরিবেশন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমির বড়দের নৃত্যদল, সত্য বল সুপথে চল গানের কথায় সমবেত সঙ্গীত পরিবেশন করে একাডেমির শিশু সঙ্গীত দল। জন্মদিনের আয়োজনে কথা বলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ঋত্বিক নাট্যপ্রাণ শিশুবন্ধু লিয়াকত আলী লাকী। তিনি শিশুদের উদ্দেশ্যে বলেন, ‘আমরা জন্মদিনে আলো জ্বালাবো কখনো নিভাবো না এবং আমরা আজকের এই জন্মদিনের আয়োজনটি একটু ব্যতিক্রমভাবে পালন করলাম, কেক না কেটে পিঠা আয়োজনের মাধ্যমে। আমরা আজকে সবাই পিঠা খাব এবং আনন্দ করবো।’