নেত্রকোণায় ঐতিহাসিক হাজং মাতা রাশি মণি ও কমরেড মনি সিংহকে
স্মরণে শ্রদ্ধা নিবেদন এবং জাদুঘর পরিদর্শন করলেন
বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক
"কিংবদন্তী কমিউনিস্ট নেতা কমরেড মনি সিংহ ও হাজং মাতা রাশি মনি টঙ্ক আন্দোলনে নেতৃত্বের মাধ্যমে যে ভুমিকা রেখেছিলেন তা সকল জাতিকে অনুপ্রাণিত করে।"- মহাপরিচালক, বাংলাদেশ শিল্পকলা একাডেমি।
ব্রিটিশ শাসনামলে টঙ্ক প্রথার বিরুদ্ধে কৃষক আন্দোলন সংগঠিত করেছিলেন কিংবদন্তি কমিউনিস্ট নেতা মনি সিংহ। যার সুত্র ধরেই পরবর্তীতে নাচোল বিদ্রোহ সংগঠিত হয়। নেত্রোকোণায় টঙ্ক আন্দোলনে শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে শনিবার পুষ্পস্তবক অর্পণ করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক (সচিব পদমর্যাদা) ড. সৈয়দ জামিল আহমেদ। এছাড়াও নেত্রকোণার বেশ কয়েকটি ঐতিহাসিক স্থান পরিদর্শ করেন তিনি।
নেত্রকোনা জেলার দূ্র্গাপুরে অবস্থিত কমরেড মণি সিংহ স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন মহাপরিচালক। কমরেড মণি সিংহ স্মরণে প্রতিবছর আয়োজিত হয় মেলা, দূর্গাপুরে মেলা পরিদর্শন করেন ড. সৈয়দ জামিল আহমেদ। এরপর তিনি হাজং মাতা রাশি মণি স্মৃতিসৌধে শ্রদ্ধাজ্ঞাপন করেন। টঙ্ক আন্দোলনের অন্যতম নেত্রী হাজং রাশিমনি ছিলেন এ আন্দোলনের প্রথম শহীদ। কৃষকবধূ সরস্বতীকে বাঁচাতে গিয়ে সৈন্যদের গুলিতে প্রাণ দেন তিনি। তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদনের সময় বাংলাদেশ শিল্পকলা একাডেমির উপপরিচালক সরকার জিয়া উদ্দিন আহাম্মদ এবং এস এম শামীম আকতারসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।