১৮তম দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী বাংলাদেশ ২০১৮-এর শুভ উদ্বোধন
প্রকাশন তারিখ
: 2018-09-01
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে মাসব্যাপী ১৮তম দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী বাংলাদেশ ২০১৮-এর শুভ উদ্বোধন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি জনাব মোঃ আবদুল হামিদ। আজ ১ সেপ্টেম্বর ২০১৮, ১৭ ভাদ্র ১৪২৫, শনিবার বেলা ৩.০০ টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থকে তিনি প্রদর্শনীর উদ্বোধন ও শিল্পীদের পুরষ্কার প্রদান করেছেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আসাদুজ্জামান নূর, এমপি। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৮তম এশীয় চারুকলা প্রদর্শনী বাংলাদেশ ২০১৮ এর পর্যবেক্ষক প্রফেসর এমিরেটাস তেতসুইয়া নোদা। জুরি বোর্ডের সভাপতি শিল্পী শাহাবুদ্দিন আহমেদ পুরস্কার প্রাপ্তদের নাম ঘোষনা করেছেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ নাসির উদ্দিন আহমেদ। উপস্থিত ছিলেন থাইল্যান্ডের সংস্কৃতি মন্ত্রনালয়ের সম্মানিত ভাইস মিনিষ্টার চাওয়েরাত কাসেতসান্তর্ন এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। এছাড়াও উপস্থিত ছিলেন দেশি ও বিদেশী বরেণ্য শিল্পী, সাংস্কৃতিক ব্যাক্তি এবং একাডেমি ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ্র।