শিল্প-সংস্কৃতি বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রতিবছর প্রতিটি জেলার পাঁচজন গুনী ব্যক্তিকে জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা প্রদান করে থাকে। গত ৬ই এপ্রিল সন্ধ্যা সাড়ে ৬টায় জেলা শিল্পকলা একাডেমি মৌলভীবাজার- পাঁচ গুনী শিল্পীকে এই সম্মাননা প্রদান করেছে। সম্মাননাপ্রাপ্ত ব্যাক্তিরা হলেন- লোকসংস্কৃতি গবেষণায় রসময় মোহান্ত, সৃজনশীল সংস্কৃতি গবেষণায় নৃপেন্দ্রলাল দাশ, কণ্ঠসঙ্গীতে রানু সরকার, যাত্রাশিল্পে বীরপ্রতীক ফোরকান উদ্দিন, চলচ্চিত্রে সৌমিত্র দেব। সম্মাননা প্রদান অনুষ্ঠানের পর পরিবেশিত হয় নৃত্যসংগঠন শ্রীমঙ্গল নৃত্যালয়ের পরিচালক দ্বীপ দত্ত আকাশের পরিচালনায় একটি নৃত্যনাট্য ‘ইছামতির বাঁকে’। জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা - ২০১৮’ প্রদান অনুষ্ঠান।
সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল, মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ ড. ফজলুল আলী, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, জেলার চেম্বার অব কর্মাসের সভাপতি ও মৌলভীবাজার সদর উপজেলার চেয়ারম্যান মো. কামাল হোসেন, সংস্কৃতিসেবী ডা. এম এ আহাদ।