তারুণ্যের উৎসব 2025
দেশব্যাপী অ্যাক্রোবেটিক প্রদর্শনী
আগামীকাল থেকে 5টি জেলায় শুরু হবে অ্যাক্রোবেটিক প্রদর্শনী
দর্শকপ্রিয় অ্যাক্রোবেটিক শিল্পকে বিকশিত করার লক্ষ্যে নানামুখী কাজ করে যাচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। তার অংশ হিসেবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের আয়োজনে এবং জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় আগামীকাল ২2 জানুয়ারি 2025 তারিখ থেকে শুরু হচ্ছে দেশব্যাপী অ্যাক্রোবেটিক প্রদর্শনী 2025।
22 জানুয়ারি 2025, বুধবার ফরিদপুর অম্বিকা ময়দানে অ্যাক্রোবেটিক প্রদর্শনী আয়োজিত হবে। ২৩ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে এবং ২৪ জানুয়ারি ২০২৫, শুক্রবার কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমি উন্মুক্ত মঞ্চে এই প্রদর্শনী অনুষ্ঠিত হবে। ২৫ জানুয়ারি ২০২৫, শনিবার সাতক্ষীরা রাজ্জাক পার্কে এবং ২৬ জানুয়ারি ২০২৫ রবিবার ঝিনাইদহ শহীদ মিনারে অ্যাক্রোবেটিক শিল্পীরা তাদের শৈল্পিক নৈপুণ্য প্রদর্শন করবেন।
জেলা পর্যায়ে অনুষ্ঠিতব্য প্রদর্শনীগুলো সকলের জন্য উন্মুক্ত থাকবে।