Wellcome to National Portal
  • 2024-08-19-10-37-82c7055215e36c7a2e88130c29ba312b
  • 2024-08-19-10-47-7122a50b710cf20a998f1f2893771f6b
  • 2024-08-19-10-49-c5c45ddbf5b3f0ac2004b96b1d0c842c
  • 2024-08-19-10-52-a9c172d6b297b784475da5b806d6cc4f
বাংলাদেশ শিল্পকলা একাডেমি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১১ এপ্রিল ২০২৫

সেবা প্রদান প্রতিশ্রুতি

সেবা প্রদান প্রতিশ্রুতি (Citizen’s Charter)

০১.ভিশন ও মিশন:

১.১ রুপকল্প: শিল্প-সংস্কৃতি ঋদ্ধ সৃজনশীল মানবিক বাংলাদেশ।

১.২ অভিলক্ষ্য: জাতীয় সংস্কৃতি ও কৃষ্টির উন্নয়ন, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও প্রসারের মাধ্যমে সকল মানুষের জন্য শিল্প সংস্কৃতির আবহ তৈরি করে

শিল্প-সংস্কৃতি ঋদ্ধ সৃজনশীল মানবিক বাংলাদেশ গঠন।  

 

০২.        প্রতিশ্রুত সেবাসমূহ

২.১ নাগরিক সেবা

ক্রম

সেবার নাম

সেবা প্রদান পদ্ধতি

প্রয়োজনীয় কাগজপত্র ও প্রাপ্তিস্থান

সেবার মূল্য এবং পরিশোধের পদ্ধতি

সেবা প্রদানের সময়সীমা (কার্যদিবস)

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা

(নাম, পদবি, ফোন নম্বর ও ই-মেইল)

০১.

জাতীয় নাট্যশালা মিলনায়তন বরাদ্দ

চলতি মাসের ১-৭ তারিখের মধ্যে পরবর্তী মাসের জন্য ওয়েবসাইটের (shilpakala.gov.bd) মাধ্যমে অনলাইনে আবেদন করতে হয়। কমিটির সুপারিশের প্রেক্ষিতে চূড়ান্ত অনুমোদনের পর নির্ধারিত ভাড়া/ফি পরিশোধের পর বরাদ্দপত্র প্রদান করা হয়।

2 শিফ্‌ট-এ বরাদ্দ দেয়া হয়।

সকাল: ৯ টা- ১.৩০টা এবং

বিকাল: ২টা - রাত ৯.৩০ টা

অনলাইনে নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।

জাতীয় নাট্যশালার মূল হল, প্রতি শিফ্‌ট-এ ভ্যাট-ট্যাক্সসহ নাটকের দলের জন্য ভাড়া = 6,000/-, অন্যান্য প্রতিষ্ঠান/সংগঠনের জন্য = 24,000/-। এক্সপেরিমেন্টাল থিয়েটার হল = ৩,600/- (এক্সপেরিমেন্টাল থিয়েটার হল নাটক ব্যতীত অন্যকোন সংগঠন অথবা অনুষ্ঠানের কাজে বরাদ্দ দেয়া হয় না), স্টুডিও থিয়েটার হল = ২,4০০/-।

অন্যান্য প্রতিষ্ঠান/সংগঠনের জন্য = 6,000/-। ভাড়ার অর্থ একাডেমির অর্থ, হিসাব ও পরিকল্পনা উপবিভাগে জমা দিতে হয়।

 

 

 

আবেদন প্রক্রিয়াকরণের সময়সীমা

 

১৫ দিন

ফজলে রাব্বি সুকর্নো

স্টেজ ম্যানেজার

নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগ

মোবাইল: ০১৭১৬-৩০৪০১৩

sukrnofr@gmail.com

 

 

 

 

০২.

জাতীয় নাট্যশালা মহড়া কক্ষ ও প্রশিক্ষণ কক্ষ, সভা কক্ষ বরাদ্দ  

মাসের ১৫ তারিখের মধ্যে পরের মাসের জন্য আবেদন করতে হবে। তিন শিফ্‌ট-এ বরাদ্দ দেওয়া হয়।

সকাল: ৯টা- দুপুর ১টা; বিকাল ২টা- সন্ধ্যা ৬টা; সন্ধ্যা ৬ টা – রাত ৯ টা পর্যন্ত।

 

অনলাইনে নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।

মহড়া কক্ষ ও প্রশিক্ষণ কক্ষ সকাল ও বিকাল ১ শিফ্‌ট ভাড়া ৩60/- (ভ্যাট-ট্যাক্সসহ) এবং সন্ধ্যার শিফ্‌ট ভাড়া ৪8০/- (ভ্যাট-ট্যাক্সসহ)

সভা কক্ষ প্রতি শিফ্‌ট ভাড়া ৩60/-(ভ্যাট-ট্যাক্সসহ)

 

আবেদন প্রক্রিয়াকরণের সময়সীমা

৭ দিন

ফজলে রাব্বি সুকর্নো

স্টেজ ম্যানেজার

নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগ

মোবাইল: ০১৭১৬-৩০৪০১৩

sukrnofr@gmail.com

 

03.

জাতীয় নাট্যশালা সেমিনার কক্ষ বরাদ্দ

সেমিনার কক্ষ সকাল ৯.৩০ টা-দুপুর ২টা এবং বিকাল ৪টা- রাত 9 টা পর্যন্ত দুই শিফ্‌ট-এ প্রদান করা হয়। নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের সুপারিশের প্রেক্ষিতে চূড়ান্ত অনুমোদন হয়ে থাকে। 

অনলাইনে নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।

সেমিনার কক্ষের প্রতি শিফ্‌ট ভাড়া (ভ্যাট-ট্যাক্সসহ)  নাটকের দলের জন্য  = ৪,200/- এবং অন্যান্য প্রতিষ্ঠানের জন্য = ১2,00০/-।

একাডেমির অর্থ বিভাগে অর্থ পরিশোধ করতে হয়।

আবেদন প্রক্রিয়াকরণের সময়সীমা

৭ দিন

ফজলে রাব্বি সুকর্নো

স্টেজ ম্যানেজার

নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগ

মোবাইল: ০১৭১৬৩০৪০১৩

sukrnofr@gmail.com

 

০৪.

যাত্রাদল নিবন্ধন ও নবায়ণ

আবেদনের প্রেক্ষিতে জুরি বোর্ডের মাধ্যমে মান যাচাইয়ের পর নিবন্ধন প্রদান এবং প্রতিবছর নবায়ণ করতে হবে।

 

 

 

 

অনলাইনে আবেদন করতে হবে। সকল প্রয়োজনীয় কাগজপত্র আবেদনের সাথে সংযুক্ত করতে হবে।

 

প্রতি বছর ১ বার নবায়ণ করতে হবে।

পূর্ণলাক্ষ চাকমা

লাইট ডিজাইনার

নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগ

মোবাইল: ০১৭৭৭৬৭৬৯৫৮

chakmas5@gmail.com

 

০৫.

জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তন ও মহড়াকক্ষ বরাদ্দ প্রদান

ওয়েবসাইটের মাধ্যমে (shilpakala.gov.bd) অনলাইনে আবেদন করতে হবে।  আবেদনের পর প্রাপ্যতা সাপেক্ষে নীতিমালা অনুযায়ী বরাদ্দ দেওয়া হবে।  ১ম শিফট: সকাল ৯টা-বেলা ২টা; ২য় শিফট: বিকাল ৪টা-রাত ১০টা

অনলাইনে আবেদন করতে হবে। সকল প্রয়োজনীয় কাগজপত্র আবেদনের সাথে সংযুক্ত করতে হবে।

সাংস্কৃতিক সংগঠনের জন্য প্রতি শিফ্‌ট  ৮,০০০/- এর পরিবর্তে ৫,০০০/-, সাংস্কৃতিক সংগঠন ব্যতীত প্রতি শিফ্‌ট ১২,০০০/-পরিবর্তে ২৫,০০০/- টাকা। সকল ভাড়ার সাথে ১৫% ভ্যাট  এবং ফেরতযোগ্য জামানত ৩,০০০/-। 

 

আবেদন প্রক্রিয়াকরণের সময়সীমা

১০ দিন

মোঃ আতিকুর রহমান

কনজারভেটিং অফিসার (লাইট এন্ড সাউ-), প্রশাসন (মিলনায়তন ও মঞ্চ ব্যবস্থাপনা শাখা),

মোবাইল: ০১৭১৭- ১৬৯৫৭০

 

 

 

০৬.

নন্দনমঞ্চ ও উন্মুক্ত মঞ্চ বরাদ্দ

একাডেমি ব্যতীত বাহিরের কোন অনুষ্ঠানমালার জন্য বরাদ্দ দেয়া হবে না।

 

-

 

-

 

-

 

-

০৭.

জাতীয় চিত্রশালা মিলনায়তন, গ্যালারী ও প্লাজা বরাদ্দ প্রদান।

ওয়েবসাইটের মাধ্যমে (shilpakala.gov.bd) মাধ্যমে অনলাইনে উক্ত বিভাগের পরিচালক বরাবর আবেদন করতে হবে। আবেদনের পর প্রাপ্যতা সাপেক্ষে নীতিমালা অনুযায়ী বরাদ্দ দেওয়া হবে।

 ১ম শিফ্‌ট: সকাল ৯টা-বেলা ২টা; ২য় শিফ্‌ট: বিকাল ৩টা-রাত ৯টা

 

 

 

অনুষ্ঠানের বিস্তারিত তথ্যসহ আবেদনপত্র জমা দিতে হবে।  একাডেমির ওয়েবসাইটে নীতিমালাসহ আবেদনপত্র পাওয়া যাবে। দাপ্তরিক কক্ষ:

৩য় তলা, জাতীয় চিত্রশালা ভবন।

সাংস্কৃতিক প্রতিষ্ঠানের জন্য মিলনায়তন প্রতি শিফ্‌ট ভ্যাটসহ ৯,২০০/-। অন্যান্য প্রতিষ্ঠানের জন্য প্রতি শিফ্‌ট 30,০০০/-। চিত্রশালা প্লাজা ভ্যাটসহ সাংস্কৃতিক সংগঠনের জন্য প্রতি

শিফ্‌ট ১১,৫০০/-। প্রতি ক্ষেত্রে ফেরতযোগ্য জামানত ৩,০০০/-। অন্যান্য প্রতিষ্ঠানের জন্য চিত্রশালা প্লাজা প্রতি শিফ্‌ট ভ্যাটসহ ১৭,২৫০/-। ফেরতযোগ্য জামানত ১০,০০০/-। ১নং প্রদর্শনী গ্যালারী ১০,০০০/-২,৩,৪,৫ ও ভাস্কর্য গ্যালারী ৮,০০০/- এবং অক্টাগোনাল গ্যালারী ৬,০০০/- প্রতিদিন। প্রতিক্ষেত্রে ফেরতযোগ্য জামানত ৩,০০০/-। 

আবেদন প্রক্রিয়াকরণের সময়সীমা

10 দিন

 

 

 

 

 

 

 

 

 

রাহিমা মজুমদার

স্টেজ ম্যানেজার

চারুকলা বিভাগ

মোবাইল: ০১৭৪৫৭৭১৯১০

jhumu.audry@gmail.com

 

 

 

 

 

 

০৮.

গবেষণা ও প্রকাশনা বিভাগের গ্রন্থাগার।

অফিস চলাকালীন গ্রন্থাগারে সংরক্ষিত প্রকাশনা ও দৈনিক পত্রিকাসমূহ পাঠকের জন্য উন্মুক্ত থাকবে। সময়: সকাল ১০ টা থেকে বিকাল ৪টা।

 

 

 

 

জাতীয় সংগীত ও নত্যকলা ভবনের ৩য় তলা

 

বিনামূল্যে লাইব্রেরী কার্ড করা যাবে। 

অফিস সময়

(সকাল ৯ টা- বিকাল ৫টা)

মমতাজ বেগম

গ্রন্থাগারিক

গবেষণা ও প্রকাশনা বিভাগ

মোবাইল: ০১৭৪২২৬৭৬৬২

 

 

 

০৯.

শিল্প-সংস্কৃতি বিষয়ক গ্রন্থ, ষান্মাসিক ‘শিল্পকলা’ এবং ইংরেজি জার্নাল প্রকাশ ও বিক্রয়।

 

অফিস চলাকালীন মুদ্রিত গ্রন্থ একাডেমির বিক্রয়কেন্দ্র থেকে বিক্রয় করা হয়। অনলাইনে বিক্রয়ের পদ্ধতি চালু করা হবে।  

 

 

 

একাডেমির প্রকাশনা ও বিক্রয় কেন্দ্র থেকে এবং ওয়েবসাইটের (shilpakala.gov.bd)

মাধ্যমে মুদ্রিত গ্রন্থের মূল্য তালিকা পাওয়া যাবে।

গ্রন্থে মুদ্রিত মূল্য ক্যাশ ম্যামোর মাধ্যমে পরিশোধযোগ্য। ভবিষ্যতে অনলাইন পেমেন্টে (বিকাশ, নগদ , রকেট) ইত্যাদির মাধ্যমে পরিশোধের ব্যবস্থা করা হবে।  

অফিস সময়

(সকাল ৯ টা- বিকাল ৫টা)

মো. মাহমুদল হক জিহাদ

সহকারী পরিচালক (প্রকাশনা ও বিক্রয়)

গবেষণা ও প্রকাশনা বিভাগ

মোবাইল: ০১৭১৪৭৭৭৪৮৯

jihadhoque92@gmail.com

১০.

শিল্প সংস্কৃতি বিষয়ক গবেষণাধর্মী পান্ডুলিপি সংগ্রহ ও সংরক্ষণ

 

 

 

 

একাডেমির ওয়েবসাইটে (shilpakala.gov.bd) প্রকাশিত নীতিমালার

আলোকে সাদাকাগজে পান্ডুলিপি জমা দিতে হবে।

 

বিনামূল্যে

অফিস সময়

(সকাল ৯ টা- বিকাল ৫টা)

মো. মাহমুদল হক জিহাদ

সহকারী পরিচালক (প্রকাশনা ও বিক্রয়)

গবেষণা ও প্রকাশনা বিভাগ

মোবাইল: ০১৭১৪৭৭৭৪৮৯

jihadhoque92@gmail.com

১১.

জামানত ফেরত

অনুষ্ঠান শেষে হল কর্তৃপক্ষ কর্তৃক অনাপত্তিপত্র  সাপেক্ষে জামানত ফেরতের চেক ইস্যু করা হবে।

 

 

জমা রশিদ, প্রত্যয়ন পত্র জমা দিতে হবে।

বিনামূল্যে

আবেদন প্রক্রিয়াকরণের সময়সীমা

১০ দিন

সরকার জিয়াউদ্দিন আহমেদ

উপপরিচালক (চলতি দায়িত্ব)

অর্থ, হিসাব ও পরিকল্পনা উপবিভাগ

মোবাইল: ০১৭১১০১৭৭২৮

bsabd.biplob05@gmail.com

      ২.২ প্রাতিষ্ঠানিক সেবা

ক্রম

সেবার নাম

সেবা প্রদান পদ্ধতি

প্রয়োজনীয় কাগজপত্র ও প্রাপ্তিস্থান

সেবার মূল্য এবং পরিশোধের পদ্ধতি

সেবা প্রদানের সময়সীমা (কার্যদিবস)

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (নাম, পদবি, ফোন নম্বর ও ই-মেইল)

০১.

জেলা ও উপজেলা শিল্পকলা একাডেমির বার্ষিক বরাদ্দ ও ব্যয় বিভাজন প্রেরণ

 

 

প্রতি বছর অর্থ বছরে জেলা ও উপজেলা শিল্পকলা একাডেমির ব্যয় বিভাজনসহ বার্ষিক বরাদ্দের চেক প্রেরণ করা হয়।

অর্থ, হিসাব ও পরিকল্পনা উপবিভাগে, বাশিএ।

প্রযোজ্য নয়

অর্থ বছরের ১ম কোয়ার্টার

মীন আরা পারভীন

ইন্সট্রাকটর (সংগীত ও যন্ত্র)

প্রশিক্ষণ বিভাগ

মোবাইল: ০১৭১৪৫৬৯৯৪১

০২.

জেলা শিল্পকলা একাডেমিতে কর্মরত প্রশিক্ষকদের সম্মানী প্রদান

 

 

প্রতি বছর জেলা শিল্পকলা একাডেমির চাহিদার প্রেক্ষিতে প্রশিক্ষকদের সম্মানী চেকের মাধ্যমে প্রেরণ করা হয়

জেলা শিল্পকলা একাডেমি থেকে সম্মানী বিল পরিচালক বরাবর প্রেরণ করতে হবে।

প্রযোজ্য নয়

২য় কোয়ার্টার থেকে সম্মানীর অর্থ পরিশোধ করতে হবে।

পরিচালক

প্রশিক্ষণ বিভাগ

মোবাইল: ০১৭১৫৪০৫৩২৩

dirt@shilpakala.gov.bd

 

০৩.

জেলায় বিষয় ভিত্তিক প্রশিক্ষণ কর্মশালা আয়োজন।

 

 

 

জেলা শিল্পকলা একাডেমির চাহিদার প্রেক্ষিতে সাধারণ সংগীত, উচ্চঙ্গ সংগীত, সাধারণ নৃত্য, উচ্চঙ্গ নৃত্য, চারুকলা, নাটক ও তালযন্ত বিষয়ে ঢাকা থেকে প্রশিক্ষক প্রেরণ করা হয়। 

জেলা শিল্পকলা একাডেমি থেকে সম্মানী বিল পরিচালক বরাবর প্রেরণ করতে হবে।

প্রযোজ্য নয়

আবেদন প্রক্রিয়াকরণের সময়সীমা

১৫ দিন

পরিচালক

প্রশিক্ষণ বিভাগ

মোবাইল: ০১৭১৫৪০৫৩২৩

dirt@shilpakala.gov.bd

 

 

 

২.৩ অভ্যন্তরীণ সেবা

ক্রম

সেবার নাম

সেবা প্রদান পদ্ধতি

প্রয়োজনীয় কাগজপত্র ও প্রাপ্তিস্থান

সেবার মূল্য এবং পরিশোধের পদ্ধতি

সেবা প্রদানের সময়সীমা (কার্যদিবস)

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (নাম, পদবি, ফোন নম্বর ও ই-মেইল)

০১.

জেলা শিল্পকলা একাডেমির কর্মকর্তা কর্মচারীদের অর্জিত ছুটি, শ্রান্তি বিনোদন ছুটি, শিক্ষা ছুটি, বহিঃবাংলাদেশ ছুটি প্রদান

 

মহাপরিচালক বরাবর আবেদনের প্রেক্ষিতে প্রশাসন বিভাগ থেকে পত্র জারি করা হয়।

মহাপরিচালক বরাবর আবেদনপত্র জমা দিতে হবে।

প্রযোজ্য নয়

আবেদন প্রক্রিয়াকরণের সময়সীমা

১০ দিন

সচিব, বাশিএ

মোবাইল: ০১৫১১৪৭৯০৫৪

secretary@shilpakala.gov.bd

০২.

অর্জিত ছুটি

 

 

মঞ্জুর আদেশ জারি

কর্মকর্তা/কর্মচারীগণের আবেদন অনুযায়ী

প্রযোজ্য নয়

১৫ কর্মদিবসের পূর্বেই করতে হবে।

মোঃ মাহাতাব হোসেন

সহকারী পরিচালক (কমন)

প্রশাসন বিভাগ

মোবাইল: 01715508878

০৩.

অর্জিত ছুটি

(বহিঃবাংলাদেশ)

 

মঞ্জুর আদেশ জারি

কর্মকর্তা/কর্মচারীগণের আবেদন অনুযায়ী

নির্ধারিত ফরম একাডেমির ওয়েবসাইটে

(shilpakala.gov.bd) পাওয়া যাবে।

প্রযোজ্য নয়

 

আবেদন প্রক্রিয়াকরণের সময়সীমা

১৫ দিন

বেগম আছমা আক্তার

অফিস সুপার

প্রশাসন (সংস্থাপন শাখা)

মোবাইল: 01911044059

asmabsa75@gmail.com

০৪.

শ্রান্তি বিনোদন ছুটি

 

 

মঞ্জুর আদেশ জারি

কর্মকর্তা/কর্মচারীগণের আবেদন অনুযায়ী

প্রযোজ্য নয়

আবেদন প্রক্রিয়াকরণের সময়সীমা

১৫ দিন

মোঃ মাহাতাব হোসেন

সহকারী পরিচালক (কমন)

প্রশাসন বিভাগ

মোবাইল: 01715508878

০৫.

সিলেকশন গ্রেড মঞ্জুরি

অর্থ বিভাগ কর্তৃক জারীকৃত আদেশ মোতাবেক ডিপিসি’র সুপারিশ অনুযায়ী আদেশ জারি

১.কর্মকর্তা/কর্মচারীগণের আবেদন অনুযায়ী (বিস্তারিত লিখতে হবে)

২. হালনাগাদ বার্ষিক গোপনীয় অনুবেদন

প্রযোজ্য নয়

 

আবেদন প্রক্রিয়াকরণের সময়সীমা

৩০

আরজু পারভেজ

সহকারী পরিচালক (প্রশাসন)

মোবাইল: ০১৭১২৫২৪৮৩

mymensingh@shilpakala.gov.bd

 

 

 

 

০৬.

চাকুরি স্থায়ীকরণ

প্রবিধানমালা অনুযায়ী সন্তোষজনকভাবে চাকরির শিক্ষানবিশকাল সমাপ্ত হওয়ার পর প্রশাসনিক আদেশ জারি করা হয়।

পুলিশ তদন্ত প্রতিবেদন

স্থায়ীকরণের সময় কোন পুলিশ ভেরিফিকেশন প্রয়োজন হয় কিনা তা বিধি অনুযায়ী চেক করা হবে। 

প্রযোজ্য নয়

 

 

১৫

আরজু পারভেজ

সহকারী পরিচালক (প্রশাসন)

মোবাইল: ০১৭১২৫২৪৮৩

mymensingh@shilpakala.gov.bd

০৭.

সাধারণ ভবিষ্যৎ তহবিল হতে অগ্রিম মঞ্জুরি

সাধারণ ভবিষ্যৎ তহবিল বিধিমালা, ১৯৭৯ অনুযায়ী আদেশ জারি

১. নির্ধারিত ফরমে আবেদন অনুযায়ী

২. সাধারণ ভবিষ্যৎ তহবিল সর্বশেষ জমাকৃত অর্থের হিসাব বিবরণীর মূলকপি (আদেশ জারির পর ফেরতযোগ্য)

প্রযোজ্য নয়

 

 

১৫

সরকার জিয়াউদ্দিন আহমেদ

উপপরিচালক (চলতি দায়িত্ব)

অর্থ, হিসাব ও পরিকল্পনা উপবিভাগ

মোবাইল: ০১৭১১০১৭৭২৮

bsabd.biplob05@gmail.com

০৮.

বেতন বিল নিষ্পত্তি

সোনালী ব্যাংকের মাধ্যমে চেক প্রেরণ এবং ইস্যু

সরকার নির্দেশিত ফরমে বিল দাখিল (২৫ তারিখের মধ্যে দাখিল সাপেক্ষে)

বিনামূল্যে

 

 

সরকার জিয়াউদ্দিন আহমেদ

উপপরিচালক (চলতি দায়িত্ব)

অর্থ, হিসাব ও পরিকল্পনা উপবিভাগ

মোবাইল: ০১৭১১০১৭৭২৮

bsabd.biplob05@gmail.com

০৯.

জিপি এফ অগ্রিম/চুড়ান্ত পরিশোধ, গৃহনির্মাণসহ অন্যান্য অগ্রিম ও ভ্রমন ভাতা বিল নিষ্পত্তি

চেক ইস্যু

 

সরকার নির্দেশিত ফরমে বিল দাখিল

বিনামূল্যে

 

 

সরকার জিয়াউদ্দিন আহমেদ

উপপরিচালক (চলতি দায়িত্ব)

অর্থ, হিসাব ও পরিকল্পনা উপবিভাগ

মোবাইল: ০১৭১১০১৭৭২৮

bsabd.biplob05@gmail.com

১০.

আয়কর সংক্রান্ত প্রত্যায়ন

প্রত্যয়নপত্র

স্বয়ংক্রিয়

 

বিনামূল্যে

১লা জুলাই থেকে ৩১ জুলাই

 

সরকার জিয়াউদ্দিন আহমেদ

উপপরিচালক (চলতি দায়িত্ব)

অর্থ, হিসাব ও পরিকল্পনা উপবিভাগ

মোবাইল: ০১৭১১০১৭৭২৮

bsabd.biplob05@gmail.com

            ৩) আওতাধীন জেলা শিল্পকলা একাডেমি কর্তৃক প্রদত্ত সেবা:

              আওতাধীন জেলা শিল্পকলা একাডেমি সমূহের সিটিজেন চার্টার তালিকা মোতাবেক স্ব স্ব ওয়েবসাইটে যুক্ত রয়েছে।

               ৪) আপনার কাছে আমাদের প্রত্যাশা:

ক্রমিক

প্রতিশ্রুতি/কাঙ্ক্ষিত সেবা প্রাপ্তির লক্ষ্যে করণীয়

০১.

নির্ধারিত ফরমে সম্পূর্ণভাবে পূরণকৃত আবেদন জমা প্রদান

০২.

সঠিক মাধ্যমে প্রয়োজনীয় ফিস পরিশোধ করা

০৩.

সাক্ষাতের জন্য নির্ধারিত সময়ের পূর্বেই উপস্থিত থাকা

০৪.

একাডেমির প্রদত্ত নীতিমালা অনুসরণ করা

৫) অভিযোগ ব্যবস্থাপনা পদ্ধতি (GRS)

             সেবা প্রাপ্তিতে অসন্তুষ্ট হলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করুন। তিনি সমাধান দিতে ব্যর্থ হলে নিম্নোক্ত পদ্ধতিতে যোগাযোগ করে আপনার সমস্যা অবহিত করুন।

ক্রমিক

কখন যোগাযোগ করবেন

কার সঙ্গে যোগাযোগ করবেন

কর্মকর্তার নাম ও পদবি

নিষ্পত্তির সময়সীমা

০১.

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সমাধান দিতে ব্যর্থ হলে

অভিযোগ নিষ্পত্তি কর্মকর্তা (অনিক)

জনাব জি. এম জাকির হোসেন

উপপরিচালক (প্রশাসন) (চ:দা:)

প্রশাসন বিভাগ

 

৩০ কার্যদিবস

০২.

অভিযোগ নিষ্পত্তি কর্মকর্তা নির্দিষ্ট সময়ে সমাধান দিতে ব্যর্থ হলে

আপিল কর্মকর্তা

জনাব নাফরিজা শ্যামা

অতিরিক্ত সচিব (সাংস্কৃতিক ঐতিহ্য অনুবিভাগ)

ফোন: ০২-৯৫১৫৫৮০ (অফিস)

ইমেইল: addl_sec_heritage@moca.gov.bd

২০ কার্যদিবস

03.

আপিল কর্মকর্তা নির্দিষ্ট সময়ে সমাধান দিতে ব্যর্থ হলে

মন্ত্রিপরিষদ বিভাগের অভিযোগ ব্যবস্থাপনা সেল

অভিযোগ গ্রহণ কেন্দ্র

৫ নং গেইট, বাংলাদেশ সচিবালয়, ঢাকা

ওযেব: www.grs.gov.bd

৬০ কার্যদিবস

 

 

প্রকাশের তারিখ: April, 2025